‘হপ্তা’ চেয়ে টাকা না পেয়ে শ্যামপুরে ব্যবসায়ীকে মারধর ক্লাব সদস্যদের

আমার কথা, দুর্গাপুর, ১৭ সেপ্টেম্বর:
টাকা চেয়ে না পেয়ে এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠল দুর্গাপুরের শ্যামপুরের উদয়সংঘ নামে একটি ক্লাবের দুই সদস্যের বিরুদ্ধে। অভিযুক্তদের নামে থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন আহত ওই ব্যাক্তি।
অরূপ ব্যানার্জি নামে অভিযোগকারী ব্যাক্তি জানান, তিনি একটি সিমেন্ট কারখানায় সুপারভাইজারের কাজ করেন। বছর দুয়েক আগে শ্যামপুরের সুভাষপল্লী এলাকায় দুর্গাপুর নগর নিগমের একটি কাজের বরাত পেয়েছিলেন কাঞ্চন ব্যানার্জি নামে এক ব্যবসায়ী। সেই কাজে সুপারভাইজার হিসেবে দায়িত্বে ছিলেন এই অরূপ ব্যানার্জি৷ অভিযোগ সেই সময় ওই ক্লাবের দুই সদস্য সঞ্জীব ও ভোলা তার কাছে এসে দুর্গাপুজার চাঁদার জন্য টাকা চায়, আবার কখনো ফুটবল খেলার নামেও টাকা চায়। কিন্তু তখন তাদের টাকার চাপ এতটাই ছিল যে সেই টাকা দেননি বলে জানান অরূপবাবু৷ এরপর গতকাল রাতে অরূপবাবু যখন নিজের দোকানে বসেছিলেন তখন সঞ্জীব আর ভোলা এসে আচমকাই তার উপর চড়াও হয় আর তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে সাথে মারধরও করে বলে অভিযোগ। মারের চোটে অরূপ ব্যানার্জির থুতনি কেটে যায়। মাথাতেও আঘাত লাগে৷ রাতেই কোকওভেন থানায় লিখিত অভিযোগ জানান ওই ব্যবসায়ী। পরে দুর্গাপুর মহকুমা হাসপাতালে তার চিকিৎসা হয়।