অন্ডাল গুলিকান্ডে গ্রেফতার ৩, মূল অভিযুক্তরা এখনো অধরা অভিযোগে থানা ঘেরাওয়ের ডাক
আমার কথা, অন্ডাল, ১৮ সেপ্টেম্বর:
চলতি মাসের ১১ তারিখ সিদুলিতে গুলিবিদ্ধ হন সিপিআইএম সমর্থক বুদ্ধদেব সরকার নামে এক ব্যক্তি। ঐ দিন প্রয়োজনীয় কাজ শেষ করে গাড়িতে ওঠার সময় তাকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা বলে অভিযোগ। সিপিএম সমর্থকের গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ছড়িয়েছিল উত্তেজনা।
সোমবার জানা যায় ঘটনায় যুক্ত থাকার অভিযোগে অন্ডাল থানার পুলিশ গ্রেপ্তার করেছে তিনজন দুষ্কৃতিকে। মহ: শামীম ও কৃষ্ণা তাতুয়া নামে দু’জন গ্রেপ্তার হয় গত ১৫ তারিখ। রবিবার গ্রেপ্তার করা হয় অপর দুষ্কৃতী অক্ষয় বাদ্যকর নামে একজনকে। আদালতের নির্দেশে ধৃত তিনজনই বর্তমানে রয়েছে পুলিশ হেফাজতে। সিপিএম নেতা সুপ্রকাশ সরকার জানান ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ন’জনের নামে এফ আই আর করা হয়েছে। কেউ গ্রেপ্তার হয়েছে কিনা জানা নেই। তবে মূল অভিযুক্তরা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বলে দাবি করেন সুপ্রকাশ বাবু। এফ.আই.আর এ নাম থাকা সকল অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে আগামী ২০ তারিখ দলের পক্ষ থেকে অন্ডাল থানায় ডেপুটেশন দেওয়া হবে বলে জানান তিনি।