দুর্গাপুর ইস্পাত কারখানার এক আধিকারিকের ঝুলন্ত দেহ উদ্ধার

আমার কথা, দুর্গাপুর, ১৬ সেপ্টেম্বর:
দুর্গাপুর ইস্পাত কারখানার এক আধিকারিকের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এলো কারখানায়। নিজের বাড়িতে ঝুলন্ত অবস্থায় তাকে পাওয়া যায়।
জানা গিয়েছে, ডিএসপি টাউনশিপের সি-জোনের নেহেরু এভিন্যুয়ের বাসিন্দা স্বপন সাহা(৫৩) দুর্গাপুর ইস্পাত কারখানার আর.এম.এইচ.পি(অপারেশন) বিভাগে কর্মরত ছিলেন। স্বপনবাবুর পরিবারে এক ছেলে ও স্ত্রী আছে।
পরিবার সুত্রে জানা গিয়েছে, স্বপনবাবু দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। তার চিকিৎসাও চলছিল। তিনি ঠিক মতো ডিউটিও করতেন না। বাড়িতে নিজের মতো চুপচাপ থাকতেন। গতকাল রাতে খাওয়া দাওয়া সেড়ে শুতে যান। আজ সকালে অনেক বেলা হয়ে গেলেও তিনি ঘরের বাইরে না বেরোনোয় তার স্ত্রী অনেকক্ষণ ডাকাডাকি করেন। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল, তাই শাবল দিয়ে দরজা ভাঙ্গার পর দেখা যায় গলায় দড়ি দিয়ে স্বপনবাবু ঝুলছেন। এরপর খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়।