অঙ্গদপুরে ক্যানেলের জলে ঝাঁপ রাজমিস্ত্রির

- আমার কথা, দুর্গাপুর, ১৮ সেপ্টেম্বর:
ক্যানেলের জলে তলিয়ে গেলেন বছর বিয়াল্লিশের এক ব্যাক্তি। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের অঙ্গদপুর এলাকায়। ওই ব্যাক্তি পেশায় একজন রাজমিস্ত্রি। মুর্শিদাবাদের বাসিন্দা শরিফ রাজবংশী অঙ্গদপুর এলাকায় ভাড়া থাকতেন।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে, আজ দুপুর ১.৩০ নাগাদ সেতুর ওপর থেকে ওই ব্যাক্তি ক্যানেলের জলে ঝাঁপ দেয়। তার সহকর্মী ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে পুলিশকে খবর দেয়। কোকওভেন থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তল্লাশী করেও ওই ব্যাক্তিকে খুঁজে না পেয়ে আসানসোলে বিপর্যয় মোকাবিলার দলকে খবর দেয়। খবর দেওয়া হয় ডুবুরীকেও। শেষ পাওয়া খবরে তখনো ওই ব্যাক্তিকে খুঁজে পাওয়া যায়নি বলে স্থানীয় সুত্রে খবর।