ডিএসপির ভূমি পুজোয় অগ্নিগর্ভ পরিস্থিতি, জনতা-সিআইএসএফ খন্ডযুদ্ধ, লাঠিচার্জ

আমার কথা, দুর্গাপুর, ১৪ সেপ্টেম্বর:
দুর্গাপুর ইস্পাত কারখানা সম্প্রসারণ কাজের জন্য ভূমি পূজোকে ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল এলাকা। জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে সিআইএসএফ বলে অভিযোগ। পাল্টা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় দখলদারেরা।
দুর্গাপুর ইস্পাত কারখানা(ডিএসপি) সম্প্রসারণ করার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। সেই কারনে ডিএসপির জমিতে অবৈধভাবে বসবাসকারীদের উঠে যাওয়ার নোটিশ দেওয়া হয়েছে বেশ কিছুদিন আগে। পুনর্বাসন দেওয়ার দাবিকে সামনে রেখে শুরু হয়েছে আন্দোলনও। পুনর্বাসন ইস্যুতে বসবাসকারীদের পক্ষে দাঁড়িয়েছে শাসক বিরোধী রাজনৈতিক দলগুলিও। এই আবহে সম্প্রসারণের কাজ শুরু করার উদ্যোগ নেয় ডিএসপি কর্তৃপক্ষ। বৃহস্পতিবার তামলা এলাকায় কাজের সূচনার জন্য আয়োজন করা হয় ভুমি পূজোর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কয়েকশ স্থানীয় বাসিন্দা। পুনর্বাসন না দিয়ে কোন কাজ করা যাবে না বলে দাবি জানান তারা। সংস্থার আধিকারিকদের সাথে এই বিষয়ে উত্তপ্ত বাক্য বিনিময়ের সময় ভূমি পূজোর জন্য তৈরি করা প্যান্ডেল ভেঙ্গে দেয় জনতা। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। জনতাকে ছত্রভঙ্গ করতে এই সময় লাঠিচার্জ করতে দেখা যায় সংস্থার নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ জওয়ানদের। ঘটনায় কয়েকজন বিক্ষোভকারী আহত হন বলে দাবি স্থানীয়দের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশ ও কমব্যাট ফোর্স। পাল্টা গান্ধী মোড় থেকে মায়াবাজার যাওয়ার রাস্তায় গাছের গুঁড়ি ফেলে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। জনতার বাধাতে ভন্ড হয়ে যাই ভূমি পূজোর আয়োজন। পুলিশের মধ্যস্থতায় বেলা দুটো নাগাদ অবরোধ উঠে। দুর্গাপুর নগর নিগমের বিদায়ী পুরপিতা ধর্মেন্দ্র যাদব এদিন ডিএসপি কর্তৃপক্ষের ভূমিকার সমালোচনা করে বলেন পুনর্বাসনের বিষয়টি চূড়ান্ত হওয়ার আগে কর্তৃপক্ষ ভূমি পূজোর উদ্যোগ নিয়ে ঠিক কাজ করেনি। পুনর্বাসন ইস্যুতে স্থানীয়দের পাশে তৃণমূল থাকবে বলে জানান ধর্মেন্দ্র বাবু।