নবীন বরণ, বই, জুতো উপহার দেওয়া হলো নতুন পড়ুয়াদের
আমার কথা, পান্ডবেশ্বর, ৩ জানুয়ারীঃ
নবীন বরণ অনুষ্ঠানের মাধ্যমে নতুন পড়ুয়াদের স্বাগত জানালো স্কুল। দেওয়া হল বই খাতা উপহার। ছিল নাচ, গান সাথে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও।
২-রা জানুয়ারি বৃহস্পতিবার শুরু হল নতুন শিক্ষা বর্ষ। ২ তারিখ থেকে ৮ তারিখ শিক্ষা দপ্তরের নির্দেশে প্রতিটি স্কুলে পালন করা হচ্ছে “স্টুডেন্টস উইক”। ফলে প্রতিটি সরকারি মাধ্যম স্কুল এই সপ্তাহব্যাপি বিভিন্ন কর্মসূচি রূপায়ণের উদ্যোগ নিয়েছে স্কুল কর্তৃপক্ষ। এদিন অন্যান্য স্কুলগুলির মত পাণ্ডবেশ্বর ব্লকের নবগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে পালন করা হয় নবীন বরণ ও বই দিবস। নতুন শিক্ষাবর্ষের জন্য এদিন শিশু শ্রেণী থেকে চতুর্থ শ্রেণীর পড়ুয়াদের উপহার দেওয়া হয় পাঠ্য বই। যারা শিশু শ্রেণীতে এবার ভর্তি হয়েছে এদিন নবীনবরণ অনুষ্ঠানের মাধ্যমে স্কুলে তাদের স্বাগত জানানো হয়। শিশুশ্রেণীর নতুন পড়ুয়াদের বই ছাড়াও দেওয়া হয় জুতো। স্কুলের প্রধান শিক্ষক অরুন কুমার দা জানান এদিনের অনুষ্ঠানে স্কুলে উপস্থিত ছিলেন অরব বিদ্যালয় পরিদর্শক সজল কুমার মন্ডল, পাণ্ডবেশ্বর থানার আধিকারিক মানব ঘোষ, জেলা পরিষদের সদস্য সনীতি মন্ডল, কৃষ্ণা বন্দ্যোপাধ্যায় সহ অন্যরা।