হেরোলের আক্রমণে গুরুতর জখম শিশু সহ ১৫, পিটিয়ে মারা হল জন্তুটিকে
আমার কথা, কাঁকসা, ২৭ ডিসেম্বরঃ
হেরোলের কামড়ে গুরুতর আহত ১৫ জন। ঘটনাটি ঘটেছে বুদবুদের দেবশালা গ্রামে। আহতদের সকলকে পানগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আনা হলে তার মধ্যে ১১জনকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ও একটি শিশুকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।স্থানীয়রা জানিয়েছেন শুক্রবার সকালে বুদবুদের বিলাসপুর থেকে দেবশালা যাওয়ার জঙ্গলের মাঝের রাস্তায় ও দেবশালা এলাকার জঙ্গলের রাস্তায় যাতায়াত করার সময় কয়েকটি হেরোল বেশ কিছু মানুষের উপর হামলা করে যার মধ্যে একটি শিশু রয়েছে। প্রাণ বাঁচিয়ে কোনো মতে সকলে গ্রামে গিয়ে বিষয়টি জানালে আশেপাশের গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে।বিষয়টি জানানো হয় স্থানীয় প্রশাসন কে ও বন দফতরকে।
আক্রান্ত তপন পাল বলেন আমি সকালে প্রাতঃভ্রমনে বেরিয়েছিলাম ব্যক্তির দাবি, শুক্রবার সকালে আমি প্রাতঃ ভ্রমণে গিয়েছিলাম তখনই জঙ্গলের ধারে কুকুরের মত একটি হিংস্র জন্তু আমাকে আক্রমণ করে। কামড়ে দেয় নখ দিয়ে আঁচড়ে দেয়। শুধু আমাকেই নয়, এলাকার প্রায় ২৫ থেকে ৩০ জনকে এভাবেই আক্রমণ করেছে। এই ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়েছে” যদিও বনদপ্তর পক্ষ থেকে সেই হিংস জন্তুটির তল্লাশি করছে। পরে জানা যায় গ্রামবাসীর পক্ষ থেকে জন্তু থেকে মেরে ফেলা হয়েছে।