দুর্গাপুর মহকুমায় ১৭৫টি পুজো কমিটি পাচ্ছে সরকারি অনুদান
আমার কথা, দুর্গাপুর, ২২ সেপ্টেম্বর:
আর দিন কয়েক বাকি তারপরেই বাঙ্গালীর প্রিয় উৎসব দুর্গাপুজো। প্রতি বছরের ন্যায় এ বছরও রাজ্য সরকারের পক্ষ রাজ্যের বিভিন্ন পুজো কমিটি গুলিকে ৮৫,০০০ আর্থিক অনুদান দেওয়া হচ্ছে। এ বছর পশ্চিম বর্ধমান জেলায় মোট ১১৭০ টি পুজো কমিটি এবার পুজোতে পাচ্ছে সরকারি পুজো অনুদান। ইতিমধ্যেই গতকাল অর্থাৎ শনিবার আসানসোলে প্রশাসনের উদ্যোগে পুজো সমন্বয় কমিটির বৈঠকের মধ্যে দিয়ে চেক প্রদানের আনুষ্ঠানিক উদবোধন হয়।
রবিবার দুর্গাপুর মহকুমা এলাকার পুজো কমিটি গুলিকে নিয়ে সিটিসেন্টারে সৃজনী প্রেক্ষাগৃহে পুজো সমন্বয় বৈঠকে সরকারি পুজো অনুদানের আনুষ্ঠানিক উদবোধন হয়। অনুষ্ঠানের আয়োজন করা হয় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে। এদিনের অনুষ্ঠানে প্রথমে দুর্গাপুর মহকুমার অন্তর্গত পুজোর গাইডলাইন প্রকাশিত করা হয়। এরপর ৯টি পুজো কমিটির হাতে পুজো অনুদানের চেক তুলে দেওয়া হয়। বাকি কমিটিগুলির হাতে শীঘ্রই চেক তুলে দেওয়া হবে বলে জানানো হয়। এ বছর দুর্গাপুর মহকুমার অন্তর্গত ১৭৫টি পুজো কমিটিকে এই সরকারী পুজো অনুদান দেওয়া হচ্ছে। গত বছরের তুলনায় এ বছর ৪টি নতুন পুজো কমিটির নাম সরকারী খাতায় অন্তর্ভুক্ত করা হল।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার সুনীল কুমার চৌধুরী, জেলাশাসক পোন্নমবলম এস, রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার, দুর্গাপুর মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়, দুর্গাপুর নগর নিগমের চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায়, দুর্গাপুর নগর নিগমের কমিশনার আব্দুল কালাম আজাদ, এডিডিএ এর চেয়ারম্যান কবি দত্ত, ডিসিপি(পূর্ব) অভিষেক গুপ্তা। এছাড়াও উপস্থিত ছিলেন পুজো উদ্যোক্তারা, পুলিশ আধিকারিকগণ সহ পুলিশকর্মীরা।