যমজ দুই বোনের নিখোঁজের ১৮ দিন পার, তদন্তে ঢিলেমির অভিযোগে থানায় বিক্ষোভ
আমার কথা, পান্ডবেশ্বর, ১৮ ডিসেম্বর:
পান্ডবেশ্বর থানার কুমারডিহি গ্রামের বাউরি পাড়ায় মামার বাড়িতে থাকা বছর দশকের যমজ দুই বোন নিখোঁজ হয় ১-লা ডিসেম্বর তারিখে স্থানীয় উদয় সংঘ মাঠ থেকে। ঘটনার ১৮ দিন পরও খোঁজ মেলেনি তাদের। যমজ দুই বোনকে খুঁজে পাওয়ার সম্ভাবনা ক্রমশ ক্ষীন হচ্ছে বলে ধারণা স্থানীয়দের। ঘটনার দিন প্রশিক্ষিত কুকুর এনে তদন্ত করে পুলিশ। কিন্তু তাতেও কোন সূত্র হাতে আসেনি বলে খবর। পুলিশের তদন্ত নিয়ে উঠছে প্রশ্ন।
নিখোঁজ বোনেদের বাবা বাপি বাউরি বলেন তদন্তের অগ্রগতি নিয়ে পুলিশ আমাদের কিছু জানায়নি। সেজন্য কমিশনারেটের আধিকারিকদের সাথে দেখা করে মেয়েদের খোঁজার জন্য বিশেষ তদন্তকারী দল বা সিট গঠনের আবেদন জানিয়েছি। পরিবারের পাশাপাশি পুলিশের তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছে বাউরী সমাজ ও গোয়ালা সমাজ নামে সংগঠনগুলিও। ইতিমধ্যে দুটি সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়েছে থানাতে। আগামী সাত দিনের মধ্যে দুই শিশু কন্যাকে উদ্ধার করতে না পারলে বৃহত্তর আন্দোলনেরও হুমকি দিয়েছে তারা। এবার একই দাবিতে বুধবার পাণ্ডবেশ্বর থানায় বিক্ষোভ দেখালো নিখোঁজ যমজ শিশুর মামার বাড়ির প্রতিবেশীরা। বিক্ষোভ প্রতিবেশীদের সাথে দেখা যায় তৃণমূলের অঞ্চল সভাপতি খোকন মন্ডল সহ স্থানীয় তৃণমূল নেতাদেরও। দলের ব্লক সভাপতি কিরিটি মুখোপাধ্যায় বলেন বিধায়কের নির্দেশে আমরা পরিবারটির সাথে আছি। এদিন এগারোটা থেকে প্রায় একটা পর্যন্ত থানার গেটের সামনে বিক্ষোভ চলে। পরে বিক্ষোভ কারীদের মধ্যে ১০-১২ জন প্রতিনিধি থানার আধিকারিকের সাথে দেখা করেন। কেন এখনো শিশু কন্যা দুটি উদ্ধার হলো না আধিকারিকের কাছে সেই প্রশ্ন করেন তারা। পুলিশ সব রকম ভাবে শিশুকন্যা দুটিকে উদ্ধারের চেষ্টা করছে বলে আধিকারিক জানান, তদন্তে স্থানীয়দের সহযোগিতাও পুলিশ চায় বলে বিক্ষোভকারীরা জানায়।
বিক্ষোভকারী সুকুমার বাউড়ি খোকন বাউরি-রা বলেন পুলিশ এখনো সমস্যার সমাধান কেন করতে পারল না সেটাই আশ্চর্যের বিষয়। পুলিশ সহযোগিতা চেয়েছে, আমরা সহযোগিতা করছি। কিন্তু দ্রুত নিখোঁজ শিশু কন্যাদের পুলিশ উদ্ধার করতে না পারলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান তিনি।