কাঁকসায় কালভার্টের নীচে ড্রামের থেকে ২১টি তাজা বোমা উদ্ধার
আমার কথা, পশ্চিম বর্ধমান(কাঁকসা), ৩১মার্চঃ
কাঁকসা থানা এলাকার জাটগোরিয়া-শিবপুর রাস্তায় কালভার্টের নিচ থেকে একটি ড্রাম উদ্ধার হয় যার মধ্যে রাখা ছিল ২১টি তাজা বোমা। স্বাভাবতই বোমা উদ্ধারকে ঘিরে আতঙ্ক ছড়ায় এলাকায়। বুধবার রুটিন তল্লাশির সময় কাঁকসার থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহনীর নজরে পরে ড্রামটি। খবর দেওয়া হয় বোম স্কোয়াডে। পরে ওই ড্রামের থেকে উদ্ধার হয় ২১টি তাজা বোমা,
খবরটি জানাজানি হতেই একদিকে যেমন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরে তেমনই বোমা দেখতে উৎসুক লোকজনের ভিড় জমতে শুরু করে ঘটনাস্থলে। তবে নিরাপত্তার কারনে ড্রামের কাছে যেতে দেওয়া হয়নি কাউকে। বিধানসভা নির্বাচনের আগে কে বা কারা কি উদ্দেশ্যে ড্রামের মধ্যে করে তাজা বোমা ওই স্থানে রেখে গেল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।০