বৃষ্টি মাথায় একুশে জুলাইয়ের সভার উদ্দেশ্যে পাড়ি তৃণমূলের নেতা-কর্মীদের
আমার কথা, কাঁকসা, ২১ জুলাই:
আজ শুক্রবার একুশে জুলাই। প্রতিবছর একুশে জুলাই উপলক্ষে কলকাতার ধর্মতলায় তৃণমূলের শহীদ সভা অনুষ্ঠিত হয়। সেই শহীদ সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
বাম জমানায় সচিত্র পরিচয় পত্রের দাবিতে আন্দোলন করতে গিয়ে নিহত হন ১৩ জন কংগ্রেস কর্মী। মমতা বন্দ্যোপাধ্যায় সেই শহীদদের উদ্দেশ্যে প্রতিবছর কলকাতার ধর্মতলায় শহীদ দিবস পালন করে আসছেন।
শুক্রবার সকাল ৬টা থেকে বৃষ্টি মাথায় করে কলকাতা গামী প্রতিটি লোকাল এবং দূরপাল্লার ট্রেনে করে পানাগড় এবং কাঁকসার বিভিন্ন প্রান্তের তৃণমূল কর্মী সমর্থকরা কলকাতার উদ্দেশ্যে পাড়ি দিলেন।
কাঁকসা ব্লকের তৃণমূলের জেলা পরিষদের জয়ী প্রার্থী তথা জেলা পরিষদের সহ সভাধিপতি সমীর বিশ্বাস পানাগড় স্টেশনে কলকাতা যাওয়ার পথে বলেন, অন্যান্য বছর যে পরিমানে লোক সংখ্যা হয় সেই সমস্ত রেকর্ড ভেঙে এবছর আরো বেশি মানুষ সভায় যোগদান করবেন।
শহীদদের তর্পণ করার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মীদের উদ্দেশ্যে যে বার্তা দেবেন সেই বার্তা শোনার জন্য তৃণমূল কর্মীরা ধর্মতলার সভার উদ্দেশ্যে রাজ্যের বিভিন্ন জেলা থেকে রওনা দিয়েছেন।
এদিন শতাধিক তৃণমূল কর্মী সমর্থক নিয়ে কলকাতার উদ্যেশ্যে রওনা দেন কাঁকসা ব্লকের তৃণমূলের সহ-সভাপতি হিরন্ময় বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা।