২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও কাঁকসায় খোঁজ মেলেনি নাবালিকার, অপহরণ নাকি অন্য কিছু?
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২১আগস্টঃ
একদিন পেরিয়ে গেলেও এখনও খোঁজ মেলেনি নিখোঁজ নাবালিকার। পুলিশ প্রশাসন লাগাতার খোঁজ চালিয়ে যাচ্ছে ওই নাবালিকার। তদন্তের স্বার্থে চারজন যুবককে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করছে। তবে পুলিশ সুত্রে জানা গেছে আটক চার যুবকের থেকে এখন পর্যন্ত্য এমন কোনো তথ্য পাওয়া যায়নি যা তদন্তের ক্ষেত্রে কাজে লাগতে পারে।
কাঁকসা থানার অন্তর্গত গোপালপুরের পূর্ব পাড়ায় বসবাস করে নিখোঁজ ওই নাবালিকা চৈতালী বাগদি(১৭)। নাবালিকার মায়ের অভিযোগ, গতকাল অর্থাৎ বৃহস্পতিবার বিকেলে বাড়ি থেকে চৈতালী বের হয়, তারপর আর বাড়ি ফেরেনি। সন্ধ্যের পরেও না ফেরায় নাবালিকার পরিবার থেকে সম্ভাব্য সমস্ত জায়গায় খোঁজ খবর নিতে শুরু করে। কিন্তু গভীর রাত পর্যন্ত্য চৈতালী বাড়ি না ফেরায় নাবালিকার পরিবার কাঁকসা থানার পুলিশের দ্বারস্থ হয়। নাবালিকার পরিবারের অনুমান চৈতালীকে অপহরন করা হয়েছে।
স্থানীয় সুত্রে জানা গেছে, ওই নাবালিকা এবং আটক চার যুবক নির্মান কাজের সাথে যুক্ত। সেই হিসেবে এরা পূর্ব পরিচিত। এদিকে ঘটনার দিন ওই এলাকা থেকে আরো এক যুবক উধাও হয়ে যায়। জানা গেছে ওই যুবকও নির্মান কাজের সাথে যুক্ত ও আটক চার যুবকের বন্ধুও। ওই পাঁচজন যুবক প্রত্যেকেই মুর্শিদাবাদের বাসিন্দা। কর্মসুত্রে ওই এলাকায় বসবাস করছে। একই দিনে ওই নাবালিকা ও এক যুবক এলাকা থেকে উধাও হয়ে যাওয়ার ঘটনা দুটির মধ্যে কোনো যোগসুত্র রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।