দুর্গাপুরে করোনার টিকা নিয়ে অসুস্থ ৩
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২১জানুয়ারীঃ
টিকাকরন চলাকালীন অসুস্থ হয়ে পড়লেন ৩জন স্বাস্থ্যকর্মী। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরে। শহরের প্রাণকেন্দ্র সিটিসেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে বৃহস্পতিবার দুর্গাপুর নগর নিগমের স্বাস্থ্যকর্মীদের করোনার টিকা দেওয়া হচ্ছিল। সেই সময় ৩জন স্বাস্থ্যকর্মীকে টিকা দেওয়া যারা অসুস্থ হয়েপড়েন। সাথে সাথেই তাদের দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। এরপরেই ওই কেন্দ্রে বন্ধ করে দেওয়া হয় টিকাকরনের কাজ।
দুর্গাপুর নগর নিগমের স্বাস্থ্য দপ্তরের মেয়র পারিষদ রাখী তিওয়ারি জানান, আপাতত বন্ধ থাকছে টিকাকরন। জেলা স্বাস্থ্য দপ্তর থেকে অন্মুমোদন পেলে তবেই আবার চালু হবে এই টিকাকরন।