গুরুতর চোট নিয়ে দুর্গাপুরে হাসপাতালে ভর্তি ৩ তৃণমূলী নেতা, অভিযোগ বিরোধীদের বিরুদ্ধে
আমার কথা, দুর্গাপুর, ৯ জুলাই:
নির্বাচনী সন্ত্রাসের জেরে তৃণমূল প্রার্থী সহ আরও ২ তৃণমূল নেতা গুরুতর আহত অবস্থায় ভর্তি দুর্গাপুর মহকুমা হাসপাতালে। আহতরা হল বনকাটি পঞ্চায়েতের ২০ নম্বর বুথের গ্রাম পঞ্চায়েত সদস্য প্রার্থী সঞ্জয় অধিকারী , বনকাটি অঞ্চলের তৃণমূল নেতা রামচন্দ্র মন্ডল ও বুদ্ধদেব রায়। প্রত্যেকেরই গুরুতর চোট আছে শরীরের বিভিন্ন জায়গায়। অভিযোগ মাথায় বাঁশ দিয়ে মারা হয়েছে তৃণমূল প্রার্থীকে , বুকের পাঁজরেও গুরুতর আঘাত রয়েছে তাঁর। আজ রবিবার সিটি স্ক্যান করা হয়েছে। রামচন্দ্র মন্ডলকে করাত দিয়ে কোপান হয়েছে ও বুদ্ধদেব রায়কে রড দিয়ে বেধড়ক মারধোর করা হয়েছে বলে অভিযোগ। আহতদের অভিযোগ , সিপিএম ও বিজেপির লোকেরা তাদের মারধোর করেছে। যে সময় তারা বুথে বুথে পরিদর্শন করছিলেন সে সময় হঠাৎই বিজেপি ও সিপিএম কর্মীরা তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ।