ছিনতাইয়ের গয়না বিক্রি করতে গিয়ে দুর্গাপুরে পুলিশের জালে ৩ যুবক
আমার কথা, দুর্গাপুর, ২৯ ডিসেম্বরঃ
গলার থেকে সোনার হার ছিনতাই করে নিয়ে গেল দুষ্কৃতিরা। পুলিশকে জানানোর কয়েক ঘন্টার মধ্যেই বামাল ধরা পড়ল ছিনতাইকারীরা। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের ৪৩ নং ওয়ার্ডের ঋষি অরবিন্দ পল্লীতে। ধৃত তিন অভিযুক্তকে আদালতে পেশ করা হলে বিচারক তাদের পুলিশী হেফাজতের নির্দেশ দেন।
পুলিশ সুত্রে জানা গিয়েছে, ঋষি অরবিন্দপল্লীর বাসিন্দা শোভারাণী মুখোপাধ্যায় গতকাল শনিবার বাড়ির সামনে পথ সারমেয়দের খাবার খাওয়াচ্ছিলেন। সেই সময় একটি বাইকে করে তিনজন দুষ্কৃতি সেখানে আসে। বাইকের থেকে নেমে শোভাদেবীকে ধাক্কা মারলে তিনি রাস্তার উপর মুখ থুবড়ে পরে যান। সেই সুযোগে ওই প্রৌঢ়ার গলায় পরে থাকা প্রায় এক ভরির মতো সোনার চেন ছিনিয়ে নিয়ে ফের বাইকে করে পালিয়ে যায় দুষ্কৃতিরা। বিষয়টা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পরে গোটা এলাকা জুড়ে। খবর দেওয়া হয় কোকওভেন থানায়। পুলিশ তদন্ত শুরু করে। চিরুণী তল্লাশী চালানো সুরু হয়। পুলিশের বিভিন্ন সুত্রকে কাজে লাগানো হয়। এরপর খবর মেলে ওই সোনার চেনটি দুর্গাপুর সিনেমা হল রোডে একটি সোনার দোকানে বিক্রি করতে যাচ্ছে দুষ্কৃতিরা। যখনই ওই সোনার দোকানটিতে ছিনতাইকারীরা ঢোকে, সাথে সাথে তাঁদের পাকড়াও করে পুলিশ। ধৃতরা হল শিব প্রসাদ, আদিত্য মণ্ডল ও ইসু রাম। তিনজনেই রাহুলপল্লী এলাকার বাসিন্দা। ধৃতদের আজ রবিবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়।