নির্বাচনের আগে তৃণমূলে যোগদান ৩০০ বিজেপি কর্মীর, ভুয়ো বলে দাবি বিজেপির
আমার কথা, দুর্গাপুর, ৩০ মার্চ:
নির্বাচনের প্রাক্কালে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন প্রায় ৩০০ জন কর্মী সমর্থক, এমনটাই দাবি তৃণমূল কংগ্রেসের। শনিবার দুর্গাপুর নগর নিগমের ৩৬ নং ওয়ার্ডের মায়াবাজারে প্রচারে যান তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। সাথে ছিলেন জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। সেখানে একটি সভার আয়োজনও করা হয়। সেই সভাতে বিজেপি কর্মীদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন কীর্তি আজাদ।
জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী জানান, জ্ঞানী চৌধুরী (মন্ডল কমিটির সদস্য),(৩৬ নম্বর ওয়ার্ড যুব মোর্চার সভাপতি)রোহিত চৌধুরী,রাজেশ যাদব(বুথ কমিটির সদস্য),রঘু চৌধুরী (মন্ডল কমিটির সদস্য) এনাদের নেতৃত্বে কীর্তি আজাদের হাত ধরে বিজেপি থেকে তৃণমূলে যোগ দেন ৩০০ কর্মী। আগামীদিনে এনারা তৃণমূল কর্মীদের সাথে এক যোগে, তৃণমূলের ঝান্ডা ধরে নেত্রী মমতা বন্দোপাধ্যায়ের হয়ে কাজ করবেন।
এদিকে এবিষয়ে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই বলেন, “তিনশ তো দূর বিজেপির একজনও কেউ তৃণমূলে যোগ দেয়নি। এগুলো তৃণমূলের সাজানো। বাজার গরম করার জন্য তৃণমূল এসব নাটক সাজাচ্ছে”।