দুর্গাপুরের ২ ডাকাত সহ ৩ জন ধরা পড়ল অন্ডাল স্টেশনে
আমার কথা, পশ্চিম বর্ধমান(অন্ডাল), ২৪ জানুয়ারীঃ
সোমবার সকালে অন্ডাল রেল স্টেশনের ছ’নম্বর প্লাটফর্ম থেকে তিন যুবককে গ্রেফতার করে অন্ডাল জিআরপি পুলিশ। ধৃতরা হলো গুলসান কুমার (২১), বদরু মল্লিক (২০) ও ছোটু দাস (১৯) । গুলশান কুমারের বাড়ি বিহারের পাটনায়, অপর দু’জন দুর্গাপুরের বাসিন্দা। গোপন সূত্রে খবর পেয়ে এদিন সকালে অন্ডাল স্টেশনের ছ’নম্বর প্লাটফর্ম থেকে ধৃতদের গ্রেপ্তার করে জিআরপি পুলিশ। ডাকাতির উদ্দেশ্যে ওই যুবকরা জড়ো হয়েছিল বলে জানান অন্ডাল জিআরপির আধিকারিক সুজয় ঘোষ। ধৃতদের কাছ থেকে ভোজালি, লোহার রডের মত অস্ত্র উদ্ধার হয়। আজ সোমবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক ধৃতদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। ফোনে ধৃত গুলশান কুমারের দাদা রাজেশ কুমার এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান ভাই কলকাতার বৈদ্যবাটি গিয়েছিল বোনের শ্বশুরবাড়ি। সেখান থেকে ট্রেনে করে পাটনা ফিরছিল । ভাইকে মিথ্যা কেসে ফাঁসানো হয়েছে বলে রাজেশ বাবু দাবি করেন। ধৃত অন্য দুই যুবককে ভাই চেনে না বলেও দাবি করেন রাজেশ বাবু। এদিকে জিআরপি পুলিশের তৎপরতায় ডাকাতির উদ্দেশ্য রোখা গেছে বলে যাত্রীদের দাবি।