অন্ডাল বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার ৪ দুষ্কৃতি, উদ্ধার ২০ লক্ষ টাকা
আমার কথা, অন্ডাল, ৩০ ডিসেম্বরঃ
পুলিশের জালে ধরা পড়লো চার দুষ্কৃতী। উদ্ধার হল নগদ কুড়ি লক্ষ টাকা। রবিবার বিকেলে অন্ডাল এয়ারপোর্ট সংলগ্ন ওল্ড অ্যারোড্রাম এলাকা থেকে ধরা পড়ে দুষ্কৃতীরা । সোমবার তাদের পেশ করা হয় দুর্গাপুর মহকুমা আদালতে।
ডাকাতের উদ্দেশ্যে জড়ো হয়েছে কয়েকজন দুষ্কৃতি। চারচাকা গাড়ি করে তারা গন্তব্যের উদ্দেশ্যে পাড়ি দিয়েছে, রবিবার এরকমই বার্তা পৌঁছায় অন্ডাল থানার ওসি মেঘনাথ মন্ডলের কাছে। তড়িঘড়ি তিনি পেট্রোলিং ডিউটিতে থাকা পুলিশ আধিকারিককে বার্তা পাঠান। সূত্র মারফত খবর পেয়ে বিকেল পাঁচটা নাগাদ পুলিশ হানা দেয় অন্ডাল এয়ারপোর্ট সংলগ্ন ওল্ড এরোড্রাম এলাকায়। সেখানে দাঁড়িয়েছিল সাদা রংয়ের একটি চার চাকার গাড়ি। গাড়িতে সওয়ারি ছিল চারজন। পুলিশ গাড়িটি আটক করে যাত্রীদের জিজ্ঞাসাবাদ করতেই তাদের কথাবার্তায় অসংলগ্নতা ধরা পড়ে। শুরু হয় গাড়ি তল্লাশি। গাড়ির ভিতরে থাকা কালো রংয়ের একটি ব্যাগ খুলতেই চক্ষু চরক গাছ পুলিশের। ব্যাগের ভিতর থেকে উদ্ধার হয় নগদ কুড়ি লক্ষ টাকা। এরপরই গাড়িসহ চার যাত্রীকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। পরে তাদের গ্রেপ্তার করা হয়। ধৃতদের নাম বীরভূমের নলহাটির বাসিন্দা সাগর যাদব, অন্ডাল থানার খাস কাজোড়ার বাসিন্দা রাকেশ কুমার নুনিয়া ও অবিনাশ কুমার নুনিয়া, অপরজন অন্ডালের পড়াশিয়া এলাকার প্রিন্স বিশ্বকর্মা। নগদ টাকা ছাড়াও দুষ্কৃতিদের কাছ থেকে উদ্ধার হয় বেশ কয়েকটি দামি মোবাইল ও একটি লোহার রড। ডাকাতীর উদ্দেশ্যেই ওই দুষ্কৃতীরা জড়ো হয়েছিল বলে দাবি পুলিশের। নির্দিষ্ট ধারাই অভিযোগ দায়ের করে সোমবার ধৃতদের পুলিশ পেশ করে দুর্গাপুর মহাকুমা আদালতে। জিজ্ঞাসাবাদের জন্য ধৃতদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ, বিচারক সেই আবেদন মঞ্জুর করেন।