দুর্গাপুরের ৪নং বোরো এলাকার রেশন দোকানগুলিতে বয়স্কদের জন্য পাতা হল চেয়ার
আমার কথা, পশ্চিম বর্ধমান, ৪এপ্রিলঃ
করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে দেশ জুড়ে চলছে লকডাউন, আর লকডাউনের কারনে কার্যত অচলাবস্থা তৈরী হয়েছে রাজ্য জুড়ে। সাধারন মানুষ ঘরবন্দী দশা কাটাচ্ছে। এর ফলে সব থেকে বেশী সমস্যায় পড়েছেন দিন আনা দিন খাওয়া মানুষগুলো। রাজ্যের কোনো মানুষকে যাতে অভুক্ত দিন না কাটাতে হয় তার জন্য চলতি মাসের ১ তারিখ থেকে রেশন দোকানগুলি থেকে বিনামূল্যে খাদ্যশষ্য দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। যাদের রেশন কার্ড আছে তাঁরা তো রেশন পাবেনই তাছাড়াও যাদের রেশন কার্ড নেই তারাও রেশন পাবেন কুপনের মারফতে। সরকারের এহেন পদক্ষেপের জেরে সকাল থেকেই রেশন দোকানগুলিতে লম্বা লাইন পড়তে দেখা যাচ্ছে। আট থেকে আশি সকলকেই দেখা যাচ্ছে ওই লাইনে। তবে সতর্কতামূলক সামাজিক দুরত্ব রেখেও এই লম্বা লাইনে দাঁড়াতে রীতিমতো অসুবিধায় পড়তে দেখা যাচ্ছে বয়স্ক মানুষজনদের। তাই তাদের কথা ভেবে দুর্গাপুরের ৪নং বোরো এলাকায় যে সমস্ত রেশন দোকানগুলি রয়েছে সেই সমস্ত দোকানগুলিতে বয়স্ক মানুষদের বসার জন্য ২০টি করে চেয়ারের ব্যবস্থা করেন বোরো চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দোপাধ্যায়। সগড়ভাঙ্গার দুটি রেশন দোকানে আপাতত এই ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি বাকি রেশোন দোকানগুলিতেও এই ব্যবস্থা চালু করে দেওয়া হবে বলে জানান চন্দ্রশেখরবাবু।