কাঁকসায় ট্রাক্টরের ধাক্কায় আহত রাজ্য সড়কে কর্মরত ৪ কর্মী

আমার কথা, পশ্চিম বর্ধমান(কাঁকসা), ৫ফেব্রুয়ারীঃ
কাঁকসার চার মাইল এর কাছে পানাগড় মোড়গ্রাম রাজ্য সড়কে রঙ করার কাজ চলছিল। সেই সময় পানাগড়গামী একটি ট্রাক্টর রঙের গাড়িতে ধাক্কা মারলে আহত হয় রাস্তায় কাজ করা চারজন রংমিস্ত্রি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কাঁকসা থানার পুলিশ। কাঁকসা থানার পুলিশ ওই চার জনকে উদ্ধার করে পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গিয়ে চিকিৎসা করায়। তবে গুরুতর আহত না হওয়ার জন্য প্রাথমিক চিকিৎসার পর ওই চার জনকে ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে। ঘটনাস্থলে পৌঁচেছে কাঁকসা ট্রাফিক গার্ডের পুলিশকর্মীরাও। দুর্ঘটনা জেরে পানাগড় মোড়গ্রাম রাজ্য সড়কে চার মাইল এলাকায় যান চলাচলে সমস্যা দেখা দেয়। গাড়িটি অন্যত্র সরিয়ে যানচলাচল স্বাভাবিক করে কাঁকসা ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরা।