সাইবার ক্রাইমের শিকার আসানসোল পুরসভা, অ্যাকাউন্ট থেকে উধাও ৪০ লক্ষ টাকা
আমার কথা, আসানসোল, ৩০ অক্টোবরঃ
সরকারি ব্যাংকের শাখা থেকে পুর নিগমের ৪০ লক্ষ টাকা উধাও। আসানসোল পুর নিগমের ঘটনা। তদন্তের দাবিতে সরব হয়েছে বিরোধীরা। সাইবার থানায় এফআইআর করা হয়েছে বলে জানান মেয়র। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আসানসোলে একটি সরকারি ব্যাংকের শাখায় রয়েছে আসানসোল পুরসভার ব্যাংক অ্যাকাউন্ট। সেই শাখার পুরসভার একাউন্ট থেকে ৪০ লক্ষ টাকা উধাও হয়ে গেছে বলে খবর। টাকা গায়েবের ঘটনার কথা প্রকাশ্যে আসতেই ছড়িয়েছে চাঞ্চল্য। আধিকারিকদের কাছ থেকে বিষয়টি জানতে পারেন মেয়র বিধান উপাধ্যায় । পুরসভার অর্থ দপ্তরের আধিকারিক (এফও) কে তিনি এফআইআর করার নির্দেশ দেন। বুধবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইম থানাতে অভিযোগ দায়ের করা হয়। অর্থ দপ্তরের এক আধিকারিক বলেন কিছুদিন আগে চল্লিশ লক্ষ টাকার একটি চেক কাটা হয়েছিল। পরে সেই চেকটি বাতিল করা হয়। বাতিল চেক নিয়ম মেনে পুর নিগম অফিসে জমা করা হয়েছে। সেই চেকে কিভাবে টাকা উধাও হল বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেন তিনি। আসানসোলের যে সরকারি ব্যাংকে পুরসভার একাউন্ট রয়েছে সেই একাউন্ট থেকে ৪০ লক্ষ টাকা মধ্যপ্রদেশের একটি ব্যাংকের শাখাতে ট্রান্সফার হয়েছে বলে তদন্তকারীরা প্রাথমিক তদন্তে জেনেছে বলে তারা জানাই। মেয়র বিধান উপাধ্যায় বলেন সাইবার ক্রাইম থানাতে অভিযোগ দায়ের করা হয়েছে । এটি একটি জালিয়াতির ঘটনা হতে পারে! তদন্ত শুরু হয়েছে । আশা করি টাকা ফেরতের পাশাপাশি এই ঘটনায় কে বা কারা জড়িত তাও প্রকাশে আসবে।
অন্যদিকে বিষয়টির কথা জানতে পেরে দুর্নীতির অভিযোগে সরব হয়েছে বিরোধীরা । নিরপেক্ষ তদন্তের দাবিও উঠেছে। পুরসভার কংগ্রেস কাউন্সিলর গোলাম সবেবর বলেন ২০২১ সালে পুরসভার কুলটি বরো অফিস থেকে ৮৭ লক্ষ টাকা উধাওয়ের ঘটনা ঘটেছিল। ওই টাকা ব্যাংকে জমা হয়নি । ৩/১/২০২১ তারিখে কুলটি থানাতে বিষয়টি নিয়ে একটি জেনারেল ডায়েরি করা হয়। কোন এফআইআর করা হয়নি। সেই টাকা এখনো উদ্ধার হয়নি । এর মধ্যেই আবার ৪০ লক্ষ টাকা কি করে গায়েব হল সেই নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছেন তিনি।