দুর্গাপুরের অভিজাত এলাকায় চুরির ঘটনায় গ্রেফতার ২ স্বর্ণ ব্যবসায়ী সহ ৫ দুষ্কৃতি

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১১ আগস্টঃ
দুর্গাপুরের বিধাননগরের বাসিন্দা সন্দীপ রাওয়ের বাড়িতে চুরির ঘটনায় সাফল্য পেলো দুর্গাপুর পুলিশ। চুরির ১০ দিনের মধ্যে পুরো চক্রকে নিজেদের হেফাজতে নিয়ে চুরি যাওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার করে নিউটাউনশিপ থানার পুলিশ। সাথে উদ্ধার হয়েছে চুরি যাওয়া একটি টিভিও।
পুলিশ সুত্রে জানা গিয়েছে ৩১ জুলাই উত্তরপ্রদেশবাসী তথা বর্তমানে বিধাননগরের বাসিন্দা সন্দীপ রাওয়ের বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে হানা দেয় চোরেএ দল। চুরি করে নিয়ে যায় ১১০ গ্রাম সোনার গয়না। সন্দীপবাবু নিউটাউনশিপ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ দুই যুবককে গ্রেফতার করে। তাদের কাছ থেকে কিছু চুরি করার সরঞ্জাম উদ্ধার হয়। জেরায় তারা চুরির বিষয়টি স্বীকারও করে। তবে চুরির সব গয়না তাদের কাছ থেকে পাওয়া যায়নি। তারা কিছু গয়না গলসীর এক ব্যবসায়ীকে বিক্রি করে দিয়েছে বলে জানায়। এরপর সেই গলসীর ব্যবসায়ীকে পুলিশ নিজের হেফাজতে নেয়। কিছু গয়না তার কাছ থেকেও উদ্ধার হয়। এরপর পুলিশ প্রথম দুই দুষ্কৃতির কাছ থেকে কোকওভেন থানা এলাকার আরো দুই যুবকের সন্ধান পায় যারা এই চুরির সাথে যুক্ত ছিল। তাদেরও গ্রেফতার করে পুলিশ। সাথে কোকওভেন থানা এলাকার এক ব্যবসায়ীকে পুলিশ গ্রেফতার করে যে কিনা চুরি যাওয়া গয়নার কিছুটা ওই দুষ্কৃতিদের কাছ থেকে কিনে নিয়েছিল। এরপর সন্ধান মেলে এই চুরি চক্রের পঞ্চম অর্থাৎ শেষ দুষ্কৃতির। পুলিশের তরফে জানা গিয়েছে এই যুবক আবার চুরির গয়না থেকে কিছু গয়না একটি বেসরকারী স্বর্ণ ঋণদানকারী সংস্থায় বন্ধক নিয়ে ঋণ নেয়।
গতকাল অর্থাৎ মঙ্গলবার ধৃত দুই দুষ্কৃতি, আগেই পুলিশী হেফাজতে থাকা তিন দুষ্কৃতিকে আজ ফের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয় পুলিশী হেফাজতের আবেদনে।