দুর্গাপুরে জন্ডিসে আক্রান্ত ৬২, আতঙ্ক

আমার ক্তহা, দুর্গাপুর, ১৯ মার্চঃ
ডেঙ্গু নয়, এবার জন্ডিসের আতঙ্ক ছড়ালো শহর দুর্গাপুরে। ইতিমধ্যেই জন্ডিসে আক্রান্ত হয়েছেন ৬২ জন। বাড়তি নজরদারি দুর্গাপুর নগর নিগমের স্বাস্থ্য দপ্তরের।
দুর্গাপুরের ২৫নং ওয়ার্ডের পাঁড়দহি ও হরিবাজার এলাকার বাসিন্দাদের ৭ মার্চ থেকে শুরু হয় জ্বর ও পেটে ব্যাথা। খবর পৌঁছোয় দুর্গাপুর নগর নিগমের স্বাস্থ্য দপ্তরে। সাথে সাথে মেডিক্যাল তিম এলাকায় পৌঁছে রক্তের নমুনা সংগ্রহ করে। প্রায় ১০০ জনের রক্ত পরীক্ষা হয়, যার মধ্যে ৬২জনের রক্তে হেপাটাইটিস-এ এর জীবানু মেলে, আর এর থেকেই বোঝা যায় ওই ৬২ জন জন্ডিস রোগে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৩৫জন দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। বাকিদের বাড়িতে চিকিতসকদের নজরদারিতে রাখা হয়েছে। ইতিমধ্যে কলকাতা স্বাস্থ্যদপ্তর থেকে একটি মেডিক্যাল টিম এসে এলাকা পরিদর্শণ করে গিয়েছে। এলাকায় ট্যাঙ্কারের মাধ্যমে পরিশ্রুত পানীয় জল দেওয়া হচ্ছে। তারপর থেকে প্রতিদিনই এলাকায় বসছে স্বাস্থ্য পরীক্ষা শিবির। দুটি এলাকাতেই নজর রাখা হচ্ছে।
দুর্গাপুর পুরসভার প্রশাসক মন্ডলীর সদস্যা রাখি তেওয়ারি জানান “এইরকম খবর আমাদের নজরে আসে এবং আমরা ওখানে মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করেছি, ওখান থেকে রক্তের নমুনা সংগ্রহ করে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে। প্রতিদিনই স্বাস্থ্য পরীক্ষা শিবিরের ব্যবস্থা করা হয়েছে এবং দুর্গাপুর নগর নিগন থেকে জলের গাড়ি দেওয়া হয়েছে।”