বুদবুদে আটক ৭০টন বেআইনি বালি, গ্রেফতার ২
আমার কথা, পূর্ব বর্ধমান(বুদবুদ), ১০জুনঃ
বেআইনিভাবে বালি বোঝাই করে পাচারের অভিযোগে দুটি বালি বোঝাই ডাম্পার সহ ডাম্পারের দুই চালককে গ্রেপ্তার করলো বুদবুদ থানার পুলিশ।
ধৃত দুই চালক এর নাম অলকেশ শেখ এবং সামরুল সেখ। ধৃত দুজনই ঝাড়খণ্ডের পাকুর এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে শুক্রবার ভোর রাত্রে ওই ডাম্পার দুটি পানাগড় থেকে কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিল ১৯নম্বর জাতীয় সড়ক ধরে। শুক্রবার ভোর রাত্রে বুদবুদ থানার পুলিশ বুধবার সংলগ্ন এলাকা থেকে ডাম্পার দুটিকে আটক করে। ডাম্পারে বোঝাই করা বালির বৈধ কাগজ দেখাতে না পারার জন্য দুটি ডাম্পারের চালককে গ্রেপ্তার করে শুক্রবার দুর্গাপুর মহকুমা আদালতে পাঠায় বুদবুদ থানার পুলিশ। দুটি ডাম্পার মিলে প্রায় ৭০টন বেআইনি বালি বাজেয়াপ্ত করেছে বুদবুদ থানার পুলিশ।