দুর্গাপুরে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের নামে ১২ লক্ষ টাকা প্রতারনার অভিযোগ

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৭ অক্টোবরঃ
মিউচুয়াল ফান্ডে টাকা প্রতারণা অভিযোগ উঠল দুর্গাপুরের ৫৪ ফুটের বাসিন্দা চঞ্চন ঘোষ নামে এক ব্যাক্তির বিরুদ্ধে। প্রতারয়ার পরিমান জানা গিয়েছে ১২ লক্ষ টাকা। অভিযুক্তের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা গিয়েছে, সেপকোর বাসিন্দা অনুরাধা গুপ্তা নামে এক মহিলা অভিযুক্ত চন্দন ঘোষের মাধ্যমেমিউচুয়াল ফান্ডে ৬ লক্ষ টাকা রাখেন। অনুরাধাদেবী জানান প্রথমে ফান্ডটির বৃদ্ধি ভালই হচ্ছিল। কিন্তু ২০২০ সালে আচমকাই বৃদ্ধি থমকে যায়। সেই সময় চন্দন ঘোষ জানান যে করোনার কারনে এখন শেয়ার মার্কেট খারাপ যাচ্ছে তাই ফান্ড ভ্যালু বাড়ছে না। যুক্তিটা মেনেও নিয়েছিলেন অনুরাধাদেবী। এরপর মাস খানেক পরে ওই এজেন্ট তাঁকে বলেন অন্য আরো ভালো ফোলিওতে টাকা রাখুন ভাল গ্রোথ পাবেন। সাথে আরো টাকা বিনিয়োগেরও পরামর্শ দেন ওই এজেন্ট। পরামর্শ মেনে অনুরাধাদেবী আরো ৬ লক্ষ অর্থাৎ মোট ১২ লক্ষ টাকার চেক দেন। শুধু তাই নয়, চেকে প্রাপকের নাম ফাঁকা রেখে শুধু সই করে সেই চেক তুলে দেন চন্দন ঘোষের হাতে। এরপর মাস খানেক পর অনুরাধাদেবী ব্যাংকে গিয়ে জানতে পারেন তাঁর সেই ১২ লক্ষ টাকা মিউচুয়াল ফান্ডে নয় গেছে চন্দন ঘোষের ব্যাক্তিগট অ্যাকাউন্টে। এরপর ত্তিনি যতবার অভিযুক্ত এজেন্টকে ফোন করেছেন ততবারই হয় ফোন বন্ধ পেয়েছেন আর নয়ত ওই এজেন্ট ফোন ধরেননি। উপায়ন্তর না পেয়ে এরপর ইনুরাধাদেবী আদালতের দ্বারস্থ হন। আদালতের নির্দেশে দুর্গাপুর থানার পুলিশ তদন্তে নামে। যদিও অভিযুক্ত চন্দন ঘোষ পলাতক, তাঁর খোঁজ চলছে।