রেশনের চাল গম পাচারের সময় মেনগেটে ধরল স্থানীয়রা, গ্রেপ্তার ডিলার সহ ৩
আমার কথা, পশ্চিম বর্ধমান, ২৫এপ্রিলঃ
লকডাউনের মধ্যে গ্রাহকদের জন্য বরাদ্দ রেশনের চাল ও গম লুকিয়ে অন্যত্র পাচার করার সময় স্থানীয়দের হাতে ধরা পরে যাওয়ার ঘটনায় উত্তেজনা ছড়ালো ১৩ নং ওয়ার্ডের অন্তর্গত দুর্গাপুরের মেনগেট এলাকায়। এই ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগে তিনজন ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয় সুত্রে জানা গেছে যে, আজ শনিবার সকালে মেনগেটের ফ্লাইওভারের নিচে একটি পিক আপ ভ্যানে প্রায় ৫০ বস্তা মতো চাল ও গমের বস্তা চাপানোর সময় স্থানীয় কয়েকজন যুবকের চোখে পড়ে বিষয়টি। তা দেখে তাদের সন্দেহ হওয়ায় তাঁরা পিক আপ ভ্যানটি আটকে দেয়। এরপর খবর যায় পুলিশের কাছে, সাথে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ওই ওয়ার্ডের পুরপিতা ধর্মেন্দ্র যাদব।
পুরপিতা জানান যে, তাঁরা খোঁজ নিয়ে জেনেছেন যে, গরীব মানুষদের জন্য সরকার থেকে বরাদ্দ রেশনের ওই চাল ও গমের বস্তাগুলি বেনীমাধব মন্ডল নামে গোপালমাঠের এক রেশন ডিলার বেনাচিতির বাসিন্দা তথা মেনগেট এলাকার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করে দিয়েছেন। সেই বস্তাগুলো মেনগেট এলাকায় একটি গোডাউনে রাখা ছিল। আজ সকালে সেই বস্তাগুলোই পিক আপ ভ্যানে চাপানো হচ্ছিল ওই ব্যবসায়ীর কাছে পৌঁছে দেওয়ার জন্য।
এই বিষয়টি পুরপিতা মহকুমা শাসককে ফোনে বিশদে জানান। সাথে বিষয়টির যথাযথ তদন্ত করে গোপালমাঠের ওই রেশন ডিলারের লাইসেন্স বাতিল করার প্রস্তাবও দেন মহকুমা শাসককে। ঘটনার যথাযথ তদন্তের আশ্বাসও দেন মহকুমা শাসক অনির্বাণ কোলে।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। গোপালমাঠ এলাকার অভিযুক্ত ওই রেশন ডিলার, মেনগেট এলাকার ওই ব্যবসায়ী ও পিক আপ ভ্যানের চালককে গ্রেপ্তার করা হয়, সাথে গাড়ি সহ চাল ও গমের বস্তাগুলি বাজেয়াপ্ত করা হয়।