তাস খেলাকে কেন্দ্র করে যুবকের মৃত্যুতে গ্রেফতার মূল অভিযুক
আমার কথা, পশ্চিম বর্ধমান(লাউদোহা), ৭ নভেম্বরঃ
তাস খেলাকে কেন্দ্র করে বচসা থেকে মারামারি আর তার জেরে মৃত্যু হয় এক ব্যক্তির। সেই ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ।
শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে লাউদোহা থানার রসিকডাঙ্গা এলাকায় । মৃতের নাম পালন বাউরী (৩৫) ।
সেদিন গোগোলা পঞ্চায়েতের রসিক ডাঙ্গা গ্রামে ভাইফোঁটার দিন তাস খেলাকে কেন্দ্র করে মারামারির ঘটনায় মৃত্যু হয় পালন বাউড়ি নামে এক ব্যক্তির। গ্রামের অন্য পাড়ায় পালনের শ্বশুরবাড়ি। কালী পুজো উপলক্ষে শ্বশুর বাড়িতেই ছিল পালন। সন্ধ্যায় শ্বশুর বাড়ি সংলগ্ন জায়গায় বসেছিল তাস খেলার আসর। অন্যদের সাথে খেলায় যোগ দেয় পালন। তাস খেলাকে কেন্দ্র করে এক সময় এলাকায় উত্তেজনা ছড়ায়। বচসা গড়ায় মারামারিতে। ঘটনাস্থলে মারের চোটে ঘায়েল হয় পালন বাউরী। ঘরে এসে যন্ত্রণায় ছটফট করতে থাকেন তিনি। বাড়ির লোকেরা স্থানীয় এক চিকিৎসকের কাছে পালন কে নিয়ে যায়। পরিস্থিতির অবনতি হলে তাকে নিয়ে যাওয়া হয় লাউদোহা ব্লক স্বাস্থ্য কেন্দ্রে। সেখানে চিকিৎসকরা পালনকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাটি ঘিরে এলাকায় ছড়ায় চরম উত্তেজনা। ভাঙচুর করা হয় অভিযুক্তর বাড়ি। মৃতের পরিবারের পক্ষে নির্দিষ্ট করে কয়েক জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে থানায়। মূল অভিযুক্ত মাধাই বাউরী কে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে লাউদোহা থানা সূত্রে খবর। উত্তেজনা থাকায় এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট।