বিরসা মুন্ডার জন্মবার্ষিকী পালন করল দুর্গাপুর গভঃ কলেজের তৃণমূল ছাত্র পরিষদ
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১৫ নভেম্বরঃ
১৫ নভেম্বর স্বাধীনতা সংগ্রামী ভগবান বিরসা মুন্ডার জন্মবার্ষিকী উপলক্ষে দুর্গাপুরের সরকারি মহাবিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদের ছাত্র-ছাত্রীরা বিরসা মুন্ডার প্রতিকৃতিতে মাল্যদান করে জন্মবার্ষিকী উদযাপন করেন, তৃণমূল ছাত্র পরিষদের ছাত্র-ছাত্রীরা বলেন আগামীকাল অর্থাৎ মঙ্গলবার তারা কাঁকসার মলানদিঘি একটি আদিবাসী গ্রামে গিয়ে খাদ্য সামগ্রী ও পড়াশোনার কিছু জিনিসপত্র তাদের হাতে তুলে দেবেন ভগবান বিরসা মুন্ডার জন্ম তিথি উপলক্ষে।