সোম-রবি দুর্গাপুর ব্যারেজে বন্ধ থাকবে যান চলাচল
admin
November 17, 2021
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১৭ নভেম্বরঃ
মেরামতের জন্য আরো একবার যান চলাচল নিয়ন্ত্রণ করা হলো। ১৬ তারিখ থেকে ২২ শে নভেম্বর পর্যন্ত রাত ১১ টা থেকে ভোর চারটে পর্যন্ত সব রকম যানচলাচল বন্ধ করা হলো। শুধুমাত্র অ্যাম্বুলেন্স পরিষেবা কিংবা দমকল বিভাগের গাড়ি সহ জরুরি কাজে ব্যবহৃত গাড়ির অনুমতি রয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য এর আগেও বেশ কয়েকবার লকগেট মেরামতের কারণে দুর্গাপুর ব্যারেজ এ যান চলাচল নিয়ন্ত্রিত হয়।