পুর নির্বাচন কোনো নির্বাচনই নয়ঃ অনুব্রত
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৮ ডিসেম্বরঃ
“পুরসভার নির্বাচন কোনও নির্বাচনই নয়, ও যা হয় হবে” সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনটাই বললেন বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। “কারোর চোখরাঙানি সহ্য করব না, আমার লোভ নেই , দিদি আমাকে মন্ত্রী করতে চেয়েছিলেন কিন্ত্য আমি বলেছিলাম মানুষের পাশে থাকবো” দুর্গাপুরে পলাশডিহাতে আদিবাসীদের মিলন মেলায় যোগ দিয়ে এমনটাই বলে গেলেন অনুব্রত মণ্ডল। পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের পলাশডিহার মাঠে আদিবাসী মিলন মেলা অনুষ্ঠিত হল মঙ্গলবার দুপুরে। বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মন্ডল এই অনুষ্ঠানের সূচনা করেন। উপস্থিত ছিলেন আদিবাসী জননেতা সুনীল সোরেন, দুর্গাপুর নগর নিগমের উপ মহা নাগরিক অমিতাভ ব্যানার্জী, দুর্গাপুর নগর নিগমের চেয়ারম্যান মৃগেন্দ্রনাথ পাল সহ তৃণমূল নেতৃত্ব। এদিন অনুব্রত মণ্ডল আরো বলেন “দুর্গাপুরের মাটিতে বিশ্ব আদিবাসী দিবস যাতে পালন হয় সেই আবেদন রাখবেন রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে”।