ফের পঃ বর্ধমানে সিপিএমের জেলা সম্পাদক হলেন গৌরাঙ্গ চট্টোপাধ্যায়
আমার কথা, পশ্চিম বর্ধমান(অন্ডাল), ২৮ ডিসেম্বরঃ
অন্ডালেরবখান্দরা কমিউনিটি হলে মঙ্গলবার শেষ হলো সিপিএমের ২৫ তম জেলা সম্মেলন। ফের জেলা সম্পাদক (পশ্চিম বর্ধমান) হলেন গৌরাঙ্গ চট্টোপাধ্যায়। পঞ্চাশ জনের নতুন কমিটিতে আটচল্লিশ জনের নাম ঘোষণা করা হলেও দুজনের নাম পরে অন্তর্ভুক্তি করা হবে বলে দল সূত্রে খবর।
সোমবার খান্দরা কমিউনিটি হলে শুরু হয়েছিল পশ্চিম বর্ধমান জেলা সিপিএমের ২৫ তম জেলা সম্মেলন। যোগ দিয়েছিলেন ৩৯০ জন দলীয় প্রতিনিধি। পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন দলের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র সহ কেন্দ্রীয় কমিটির অন্য কয়েকজন সদস্য। দেশ, বিদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি সম্মেলনের রাজনৈতিক খসড়া দলিল নিয়ে আলোচনা হয় সম্মেলনে। সোমবার সকাল দশটায় দলীয় পতাকা উত্তোলন ও শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে সম্মেলনের সূচনা হয়েছিল। আজ বিকেল সাড়ে পাঁচটা নাগাদ সম্মেলনের সমাপ্তি হয় । গৌরাঙ্গ চ্যাটার্জী ফের জেলা কমিটির সম্পাদক নির্বাচিত হন। সেই সাথে ৫০ জনকে নিয়ে গঠন করা হয় নতুন জেলা কমিটি। এদিন সদ্য নির্বাচিত কমিটির ৪৮ সদস্যের নাম ঘোষণা করা হয়। দুজনের নাম পরে অন্তর্ভুক্তি করা হবে বলে দলীয় সূত্রে খবর।