করোনা মোকাবিলায় আরো কড়া নজরদারি কুলটি থানার পুলিশের
আমার কথা, পশ্চিম বর্ধমান, ২৭এপ্রিলঃ
করোনা মোকাবিলায় রাজ্যে চলছে লকডাউন। সরকার সহ বিশেষজ্ঞদের নিদান করোনা সংক্রমন এড়াতে তাই ঘরে থাকা শ্রেয়। কিন্তু তারপরেও কিছু অসাবধানী মানুষজন লকডাউন উপেক্ষা করেই বাড়ির বাইরে অপ্রয়োজনে ঘুরে বেড়াচ্ছে। ফলে রাজ্যে ক্রমশ বেড়েই চলেছে করোনায় সংক্রমিত মানুষের সংখ্যা। তাই এবার করোনা মোকাবিলায় প্রশাসন আরো কড়া মনোভাব নিয়ে নিজেদের দায়িত্ব পালনে তৎপর হয়ে উঠেছে।
এরকমই পদক্ষেপ নিতে দেখা গেল কুলটি থানার পুলিশকেও। পথে ঘাটে পুলিশকে আরো বেশী সক্রিয় হতে দেখা গেল এদিন। যেমন দেখা গেল একটি বাইকে হেলমেটবিহীন অবস্থায় তিনজন আরোহীকে চাপতে দেখে তাদের পথ আটকে জিজ্ঞাসাবাদ যেমন করতে দেখা গেল তেমনই দেখা গেল যারা মাস্ক ছাড়া তাদেরকেও মাস্ক পরার জন্য পুলিশকে ধমাকাতো দেখা গেল।
এদিনের এই অভিযানে উপস্থিত ছিলেন কুলটি থানার ভারপ্রাপ্ত আধিকারিক সোমনাথ ভট্টাচার্য্য সহ। করোনা মোকাবিলায় আগামীদিন গুলোতেও এভাবেই অভিযান চালানো হবে বলে জানান কুলটি থানার ওসি।