লাউদোহায় বাড়িতে সন্দেহজনক চুরি, আটক রাজমিস্ত্রি
আমার কথা, পশ্চিম বর্ধমান, ২৮এপ্রিলঃ
বাড়ি থেকে নগদ অর্থ সহ সোনার গয়না চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ফরিদপুর(লাউদোহা) থানার অন্তর্গত মাদারবনী কোলিয়ারী এলাকায়। ঘটনায় কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
জানা গেছে, ওই এলাকায় বসবাসকারী মুকেশ যাদব খাটাল চালান। তিনি বিহারের আদি বাসিন্দা। তাঁর বাড়িতে কয়েকদিন ধরে নির্মানের কাজ চলছিল।তসেই কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল কাঞ্চন রুইদাস নামে এক রাজমিস্ত্রিকে। মুকেশ যাদবের স্ত্রী নানুদেবী জানান যে, আজ মঙ্গলবার ভোরে কাঞ্চন তাদের ফোনের মারফত জানায় যে মুকেশ যাদবের বাড়িতে চুরি হয়েছে। কাঞ্চনের ফোন পাওয়ার পর মুকেশ যাদবের পরিবার দেখেন যে বাড়ির জানলা ভাঙ্গা সাথে একটি বাক্স খুঁজে পাওয়া যাচ্ছে না যে বাক্সের ভেতর নগদ ৬৫ হাজার টাকা, আড়াই ভরি সোনার গয়না ছিল বলে যাদব পরিবারের দাবি। সাথে তারা এও জানান যে, রাজমিস্ত্রি কাঞ্চনের ফোন আসার আগে পর্যন্ত্য নিজেদের বাড়িতে থেকেও তারা জানতেই পারেননি যে তাদের নিজেদের বাড়িতে চুরি হয়েছে। অথচ কাঞ্চন চুরির বিষয়টি কি করে জানতে পারল?
এই ঘটনার পরে থানায় খবর দিলে ফরিদপুর থানার পুলিশ মুকেশ যাদবের বাড়ি গিয়ে সমস্ত বিষয়টি খতিয়ে দেখে চুরির অভিযোগ দায়ের করে নেয়। সাথে রাজমিস্ত্রি কাঞ্চন রুইদাস সহ আরো কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে যায়।