পরিষেবা বন্ধ, ত্রাণও যথেষ্ট নয়, বিপন্ন মিনিবাস কর্মীদের বিক্ষোভ আসানসোলে
আমার কথা, পশ্চিম বর্ধমান, ২৮এপ্রিলঃ
করোনা মোকাবিলায় রাজ্যে চলছে লকডাউন, আর এই লকডাউনের কারনে বন্ধ মিনিবাস পরিষেবা। ফলে রুজি রোজগারও বন্ধ বাস কর্মীদের। যার দরুন পরিবার নিয়ে খাদ্য সংকটের মধ্যে পড়েছেন আসানসোলের মিনিবাস কর্মীরা। আসানসোলে মিনিবাস সার্ভিসের যুক্ত রয়েছে প্রায় পাঁচশ জন কর্মী। তাদের মধ্যে ত্রাণের দাবিতে সরব প্রায় একশ জনের মতো মিনিবাস কর্মী আজ মঙ্গলবার আসানসোল সিটি বাসস্ট্যান্ডে বিক্ষোভে সামিল হন।
মিনিবাস কর্মীদের তরফে অমিত মুখার্জী জানান যে, মিনিবাস মালিক সংগঠনের পক্ষ থেকে এক বস্তা চাল ও ১০ কিলো আলু দেওয়া হয়েছিল। কিন্তু তা যথেষ্ট ছিল না। বেশ কিছুদিন আগেই তা শেষ হয়ে গেছে। এরপর তারা বাস সংগঠনের কাছে আরো সাহায্য চেয়েও তারা পাচ্ছেন না। বাস মালিকদের তরফে তাদের শুধু প্রতিশ্রুতিই দেওয়া হচ্ছে। বর্তমানে তাদের পরিস্থিতি খুবই খারাপ। এভাবে চলতে থাকলে পুরো পরিবার নিয়ে না খেতে পেয়ে মরতে হবে বলে জানান বাসকর্মীরা। তাই বাধ্য হয়েই এদিন তারা বিক্ষোভের পথে পা বাড়ান।
অপরদিকে বাস মালিক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ইতিমধ্যেই বাসকর্মীদের চাল, আলু দেওয়া হয়েছে। আরো নগদ এক হাজার টাকা করে দেওয়া হবে। পাশাপাশি তারা আরো জানান যে, এই লকডাউনের কারনে রাজ্য সরকার থেকে অসংগঠিত শ্রমিকদের জন্য ‘প্রচেষ্টা’ প্রকল্পের আওতায় যে এক হাজার টাকা করে দেওয়া হচ্ছে তাঁর জন্যও তারা আবেদন জানাতে পারেন।
যদিও মিনিবাসকর্মীদের অভিযোগ বাস মালিক সংগঠিনের সম্পাদক তাদের জানিয়ে দিয়েছে যে তাদের পক্ষে আর কিছু করা সম্ভব নয় তাই তারা যেন নিজেদের ব্যবস্থা নিজেরাই করে নেয়।