“বহিরাগত মানছি না মানবো না”- বর্ধমান পুরসভা নির্বাচনে নাগরিকবৃন্দের পোষ্টার
আমার কথা, পূর্ব বর্ধমান, ২৮ জানুয়ারীঃ
বর্ধমান শহরের ২১নম্বর ওয়ার্ডে পৌর ভোটে “বহিরাগত কোনো প্রার্থীকে মানছিনা মানবো না”। এইরুপ পোষ্টার ঘিরে চাঞ্চল্য।
বর্ধমান শহরের নতুনগঞ্জ দীঘিরপুল এলাকার ২১ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের মধ্যে ক্ষোভ দেখা গেল স্থানীয় কাউন্সিলর নির্বাচনকে কেন্দ্র করে বৃহস্পতিবার সন্ধ্যায়।এদিন ওই এলাকার পোষ্টার ঘিরে চাঞ্চল্য ছড়ায়।
উল্লেখ্য,পোষ্টারে লেখা আছে আসন্ন বর্ধমান পৌরসভা নির্বাচন ২০২২শে ২১ নম্বর ওয়ার্ডের বহিরাগত কোন ব্যক্তিকে প্রার্থীরূপে মানছি না মানবো না, প্রতিবাদে ২১ নম্বর ওয়ার্ড নাগরিকবৃন্দ। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা উজ্জ্বল ঘোষ, সান্তনু পান ,কুনাল ব্যানার্জি জানান, স্থানীয় কাউন্সিলর হলেই তারা মানবে, বহিরাগত কোন কাউন্সিলরকে তারা মানবে না। কারণ বহিরাগতদের সব সময় পাওয়া যায় না। এলাকার লোক প্রয়োজন, বহিরাগত হলে এই ওয়ার্ডের কেউ ভোট দেবেনা। তারা ভোট বয়কট করবেন বলে জানান। তারা আরো জানায় এতদিন বহিরাগত কাউন্সিলর থাকার জন্য ওয়ার্ডে ঠিকমতো কাজকর্ম হয়নি তাই চাই এই ওয়ার্ডের কেউ কাউন্সিলর হোক যাতে পরিষেবা ঠিকমতো পায়। তারা আরো বলেন বাড়ি বাড়ি গিয়ে বলে আসবো ভোট না দিতে।