শুরু হল উখরা উৎসব মেলা
আমার কথা, পশ্চিম বর্ধমান(উখরা), ৪ ফেব্রুয়ারীঃ
শুক্রবার সন্ধ্যায় উখড়া সার্কাস মাঠে উদ্বোধন হলো উৎসব মেলার। উদ্বোধন করলেন উখড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান রিতা ঘোষ। উপস্থিত ছিলেন উপপ্রধান রাজু মুখোপাধ্যায় সহ অন্যরা।
মেলা কমিটির সভাপতি পঙ্কজ ঘোষ জানান মেলায় গৃহসজ্জা, অঙ্গসজ্জা, রকমারি পোশাক, ফাস্টফুড বিভিন্ন খাবারের স্টল যেমন থাকছে তেমনি রয়েছে ছোটদের মনোরঞ্জনের জন্য মিনি ডিজনিল্যান্ড সহ নানান খেলার উপকরণ। মেলা চলবে ১০ দিন।
উপপ্রধান রাজু মুখোপাধ্যায় জানান সরকারি স্বাস্থ্যবিধি মেনে মেলা করার অনুমতি দেওয়া হয়েছে। করোনা সংক্রমনের কারণে গত দু’বছর উখরায় ঝুলন মেলা হয়নি। সংক্রমণ নিয়ন্ত্রণে আশায় সম্প্রতি বিধিনিষেধ মেনে মেলা করার অনুমতি মিলেছে। দীর্ঘদিন পর মেলার আয়োজন বসায় স্বাভাবিকভাবেই মেলা ঘিরে আগ্রহ রয়েছে স্থানীয়দের।