ডাউন শান্তিনিকেতন এক্সপ্রেসে আগুন, আতঙ্ক
আমার কথা, পূর্ব বর্ধমান(মশাগ্রাম), ১১ ফেব্রুয়ারীঃ
ডাউন শান্তিনিকেতন এক্সপ্রেসে আগুন লেগে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। তবে দ্রুততার সাথে আগুন আয়ত্বে নিয়ে আসা সম্ভব হয় বলে সেভাবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে রেল সুত্রে জানা গিয়েছে।
জানা গিয়েছে, আজ শুক্রবার দুপুর ২টো ৪০ নাগাদ ডাউন শান্তিনিকেতন এক্সপ্রেস যখন বর্ধমান হাওড়া কর্ড লাইনে মশাগ্রাম লেভেল ক্রসিং পেরোচ্ছিল সেই সময় গেট ম্যান সোমেন সাঁতরা লক্ষ্য করেন ট্রেন থেকে ধোঁয়া বের হচ্ছে এবং দ্বিতীয় নং বগির চাকার কাছে ফুলকি দিয়ে আগুন বের হচ্ছে। সাথে তিনি বিষয়টি স্টেশন মাস্টারকে জানান। এরপর স্টেশন মাস্টার ওই ট্রেনের চালককে ফোন করে আগুন লাগার বিষয়টি জানিয়ে ট্রেন থামাতে বলেন৷ চালক ট্রেন থামানোর পর রেলের পক্ষ থেকে তৎপরতার সাথে আগুন নেভানো হয়। এদিকে আগুন লাগার বিষয়টি যাত্রীরা জানতে পেরে আতঙ্কিত হয়ে পড়েন। পরে আগুন নিয়ন্ত্রণে এলে যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে আসে।