খনি অঞ্চলে সাধারন শিশুদের পাশে দাঁড়ালো এলাকার কয়েকটি সংস্থা
আমার কথা, পশ্চিম বর্ধমান, ৩০এপ্রিলঃ
বৃহস্পতিবার বিধানচন্দ্র প্রতিবন্ধী কর্মকেন্দ্র , উদবর্তন সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন ও খাঁদরা প্রাইমারি ইনস্টিটিউশনের যৌথ উদ্যোগে খাঁদরা প্রতিবন্ধী কর্মকেন্দ্র থেকে খাঁন্দরা এলাকার ৪৮৫ জন শিশুদের প্রয়োজনীয় খাবার বিতরণ করা হলো। খাবার প্যাকেট এর মধ্যে ৪টি করে নুডলসের প্যাকেট, লাচ্চা পাউরুটি, ২টি বিস্কুটের প্যাকেট, কুরকুরে, আলু চিপস, ও ৫টি করে চকোলেট এবং বাড়িতে থেকে খেলার জন্য লুডো ছিল। প্রথমে গেটে র বাইরে সাবান দিয়ে হাত ধুয়ে ভিতরে ঢোকানো হয় ওই। তারপর সামাজিক দূরত্ব বজায় রেখে খাবারের প্যাকেট বিতরণ করা হয়। শুধুমাত্র শিশুদের কথা চিন্তা করে এই খাবার বিলি করে কর্তৃপক্ষ আনন্দিত।