করোনা মোকাবিলায় স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা বজায় রাখতে অভিনব রোবট আবিষ্কার দুর্গাপুরের সি এম ই আর আই এর
আমার কথা, পশ্চিম বর্ধমান, ৩০এপ্রিলঃ
করনা ভাইরাসের মোকাবিলায় চিকিৎসক, নার্স থেকে শুরু করে স্বাস্থ্যকর্মীরা দিনরাত এক করে দিচ্ছেন নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে। তাই তাদের এই ঝুঁকিপূর্ণ দায়িত্বের কথা মাথায় রেখে সেই ঝুঁকি কম করতে এবার এক অভিনব আবিষ্কার করল সি এম ই আর আই এর দুর্গাপুর শাখার বৈজ্ঞানিকরা। তাঁরা একটি বাক্সের আকারে রোবট তৈরী করলেন যা কিনা কোভিড-১৯ মোকাবিলায় একটি বড় ভূমিকা নিতে পারে বলে দাবি করছে ওই সংস্থা।
জানা গেছে, ওই রোবটটিকে হাসপাতালের কন্ট্রোল রুম থেকে পরিচালনা করা যাবে। বাক্সের আকারে তৈরি রোবটটির মধ্যে কতগুলো ট্রে ফিট করা আছে যা নির্দিষ্ট রোগীর বেডের কাছে গিয়ে খুলে যাবে। তা থেকে প্রয়োজনীয় ওষুধ পেয়ে যাবে রোগীরা। এছাড়াও রোগীদের কাছে রোবটটি পৌঁছে দিতে পারবে খাবারও। পাশাপাশি বিভিন্ন প্যাথলজিক্যাল পরীক্ষার জন্য ইউরিন, স্টুল ইত্যাদিও সংগ্রহ করতে পারবে ওই রোবটটি বলে জানান ওই সংস্থার ডিরেক্টর ডঃ হরিশ হিরানি। তিনি আরো জানান যে, কোভিড হাসপাতালগুলি থেকে করোনা সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা অনেক বেশি রয়েছে। তাই হাসপাতালের কথা ভেবেই এই রোবোট তৈরী করা হয়েছে।
এই রোবটের বিশেষত্ব হল এর মধ্যে ভিডিও ক্যামেরা ফিট করা আছে। যাতে হাসপাতালের আইসোলেসনে যে সমস্ত রোগীরা রয়েছে তাদের সাথে চিকিৎসকরা যাতে এই ভিডিও কনফারেন্স করতে পারেন।
ডঃ হিরানী বলেন যে, এই রোবটের দরুন হাসপাতালের নার্স থেকে শুরু করে চিকিৎসক কিংবা স্বাস্থ্যকর্মীরা রোগীদের সাথে করোনা মোকাবিলায় সতর্কতামুলক সামাজিক দুরত্ব মেনে চলতে পারবেন।