দুর্গাপুরে লরি ডাম্পারের সংঘর্ষ, বহু চেষ্টায় উদ্ধার আটকে পড়া জখম চালক
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২১ মার্চঃ
সোমবার সন্ধ্যায় দুর্গাপুর ৩৫ নম্বর ওয়ার্ডের গোপালমাঠ এলাকায় ১৯ নম্বর জাতীয় সড়কে বালি বোঝাই একটি লরি ও বালি বোঝাই ডাম্পারের সংঘর্ষ হয়। ঘটনায় গুরুত্বর জখম হয় একজন ডাম্পার চালক। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
ঘটনাস্থলে আসানসোল দুর্গাপুর পুলিস কমিশনারেটের ট্রাফিক এসিপি দুর্গাপুর (তিন) তুহিন চৌধুরী সহ বিশাল পুলিস বাহিনী এসে পৌঁছাই। পুলিস দুর্ঘটনাগ্রস্থ ডাম্পারে আটকে পড়া জখম চালক’কে উদ্ধার করতে ক্রেন মেশিন নিয়ে উদ্ধার কার্য চলে।
পুলিস সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় একটি বালি বোঝাই লরি জাতীয় সড়কের ওভারব্রিজ দিয়ে দুর্গাপুর মুখে যাচ্ছিলো। গোপালমাঠ এলাকায় দুর্গাপুর মুখী অপর একটি বালি বোঝাই ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে ওই লরির পেছনে সজোরে ধাক্কা মারে। বালি বোঝাই লরিটি সড়কের ডিভাইডারে উঠে যায়। ঘটনাস্থলে দুটি গাড়িই ক্ষতিগ্রস্ত হয়। ডাম্পার চালক রক্তাক্ত অবস্থায় অচেতন হয়ে আটকে যায়। পুলিস প্রায় এক ঘন্টা ধরে উদ্ধার কার্য চালিয়ে উদ্ধার করা হয় চালককে।
জখম চালকের নাম শেখ ফারুক। কোলকাতার করিয়া কমলগাছি এলাকার বাসিন্দা। উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। কার্য চলে