লাউদোহায় বেপরোয়া অ্যাম্বুলেন্সের ধাক্কায় জখম মহিলা
আমার কথা, পশ্চিম বর্ধমান, ১মেঃ
আজ থেকে রাজ্যে শুরু হয়েছে দ্বিতীয় দফার বিনামূল্যে রেশন বন্টন, আর সেই রেশনের চাল আনতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন এক মহিলা। জখম ওই মহিলার নাম বুনি বাউড়ি(৪০)। ঘটনাটি ঘটেছে ফরিদপুর(লাউদোহা) থানার অন্তর্গত গৌরবাজার সংলগ্ন রসিকডাঙ্গা এলাকায়। দুর্ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছরায় এলাকায়।
স্থানীয় সুত্রে জানা গেছে, আজ শুক্রবার সকাল ৯টা নাগাদ ওই মহিলা গৌরবাজারের দিকে রেশন থেকে চাল আনতে যাচ্ছিলেন। সেই সময় একটি অ্যাম্বুলেন্স গিয়ে প্রথমে ওই মহিলাকে ধাক্কা মারে। এরপর তাঁকে বেশ কিছুটা গাড়ির চাকা দিয়ে টেনে যায়। প্রত্যক্ষদর্শীদের মতে ওই মহিলা একদম রাস্তার ধার ধরেই যাচ্ছিলেন। কিন্তু অ্যাম্বুলেন্সটির গতি খুব বেশি ছিল বলে অভিযোগ। ওই মহিলাকে ধাক্কা মারার পরেই স্থানীয়রা পিছু ধাওয়া করলেও ঘাতক অ্যাম্বুলেন্স নিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যায় চালক। এলাকাবাসীদের অভিযোগ, গৌরবাজার এলাকার রাস্তায় খুব বেপরোয়াভাবে যান চলাচল করে, আর তারই ফলস্বরূপ এই দুর্ঘটনা।
এই ঘটনার পরেই এলাকায় বহু মানুষের জমায়েত হয়ে যায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় ফরিদপুর থানার পুলিশ। আহত অবস্থায় ওই মহিলাকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায় চিকিৎসার জন্য। ঘাতক অ্যাম্বুলেন্স ও চালকের খোঁজ শুরু করেছে পুলিশ।