দুর্গাপুর হয়ে নিজেদের ঘরে ফিরলেন রাজস্থানে আটকে পড়া রাজ্যের ৮০০ পড়ুয়া
আমার কথা, পশ্চিম বর্ধমান, ১মেঃ
রাজস্থানের কোটায় পড়াশুনা করতে গিয়ে আচমকা লকডাউনে আটকে পড়েন এই রাজ্যের প্রায় ২৩৬৮জন ছাত্রছাত্রী সহ তাদের অভিভাবকরা। তাদের আবেদনে রাজ্য সরকারের উদ্যোগে তাঁরা ফিরে এলেন এই রাজ্যে যাদের মধ্যে ৭টি জেলার প্রায় ৮০০জনের মতো পড়ুয়ায় ও অভিভাবকরা এলেন দুর্গাপুরে। গত ২৮ এপ্রিল বিকেল ৪টে নাগাদ ৯৫টি বাস ওই পড়ুয়াদের নিয়ে রওনা দেয়। তার মধ্যে ৬৪টি বাস কলকাতা কেন্দ্রিক দক্ষিণবঙ্গের জেলাগুলির পড়ুয়াদের নিয়ে আজ বেলা ১১টা নাগাদ এসে পৌঁছয় কাঁকসা থানার অন্তর্গত এলাকায়। তাদের বাঁশকোপায় দুটি বেসরকারী পান্থশালায় তোলা হয়। তবে তাঁর আগে কাঁকসায় একটি অস্থায়ী ক্যাম্প করে ওই পড়ুয়া সহ তাদের অভিভাবকদের স্বাস্থ্যপরীক্ষা করা হয়। পড়ুয়াদের স্বাগত জানাতে সাথে সমস্ত ব্যবস্থা ঠিক মতো হয়েছে কিনা তা দেখার জন্য উপস্থিত ছিলেন মহকুমা শাসক অনির্বাণ কোলে, দুর্গাপুরের মহানাগরিক দিলীপ অগস্তি, আসানসোলের মহানাগরিক জিতেন্দ্র তিওয়ারী, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার সুকেশ জৈন, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি(পূর্ব) অভিষেক গুপ্তা, এসিপি(ট্রাফিক) শ্বাশ্বতী শ্বেতা সামন্ত সহ অন্যান্য পুলিশ আধিকারিকগণ।
কোটায় আটকে পড়া পড়ুয়ারা জানান যে লকডাউনের জেরে তাঁরা সেখানে আটকে পড়েন। বন্ধ হয়ে গেছিল মেস, জুটছিল না খাবারও। এমতবস্থায় তাঁরা বাংলার মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানান যে তাদের নিজেদের বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার বন্দোবস্ত করলে তাঁরা উপকৃত হবেন। তাদের সেই আর্জিতে সাড়া দেন মুখ্যমন্ত্রী। ব্যবস্থা করেন তাদের ফেরানোর। প্রায় ১৬০০ কিলোমিটার পথ দুদিন ধরে অতিক্রম করে আজ সকালে তাদের মধ্যে ৭৫৯ জন পড়ুয়া দুর্গাপুরে এসে নামেন। যে ৭তি জেলার পড়ুয়ারা দুর্গাপুরে এসে পৌঁছন তাঁরা মূলতঃ পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলী, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও কলকাতা জেলার বাসিন্দা। দুর্গাপুর মহকুমা প্রশাসন ও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে তাদের বিশ্রাম সহ খাওয়া দাওয়ার সব রকম ব্যবস্থা করে রাখা হয়েছিল। সকালের জলখাবার থেকে শুরু করে মধ্যাহ্নভোজনের ব্যবস্থা ছিল তার মধ্যে। তবে সবার আগে করা হয় তাদের স্বাস্থ্যপরীক্ষা। দেওয়া হয় গ্লাভস, মাস্ক ও স্যানিটাইজার। এরপর ওই পড়ুয়ায়াদের ফের বাসে করে তাদের নির্দিষ্ট জেলায় পাঠিয়ে দেওয়া হয়। দুর্গাপুরে এসে থেকে শেষে বাসে উঠে নিজের নিজের জেলার উদ্দ্যেশ্যে রওনা হওয়া পর্যন্ত্য পড়ুয়াদের মুখে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করতে শোনা গেল বারংবার। সাথে দুর্গাপুর প্রশাসনকেও তাঁরা ধন্যবাদ জানান পড়ুয়াদের জন্য এরকম ব্যবস্থা করার জন্য।