পানাগড়ে লরি উল্টে বিপত্তি, জখম ২
আমার কথা, পশ্চিম বর্ধমান(পানাগড়), ৯ এপ্রিলঃ
সড়ক দুর্ঘটনায় আহত হলো দুজন। ঘটনাটি ঘটেছে পানাগড় গ্রাম সংলগ্ন ১৯নম্বর জাতীয় সড়কের উপর আসানসোলগামী রাস্তায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোরবেলায় একটি প্লাস্টিক বোঝাই লরি কলকাতা থেকে আসানসোল যাওয়ার পথে ১৯নম্বর জাতীয় সড়কের ওপর কাঁকসার পানাগড় গ্রামের পাঠানপাড়ার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে রাস্তার ওপর উল্টে যায়। দুর্ঘটনায় চালক এবং খালাসী অল্পবিস্তর আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ পৌঁছে আহত চালক এবং খালাসীকে হাসপাতালে নিয়ে যায়। দুর্ঘটনার জেরে ১৯নম্বর জাতীয় সড়কের আসানসোলগামী রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে কাঁকসা থানার পুলিশ পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত লরিটিকে অন্যত্র সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালায়।