মলানদিঘির করোনা বিশিষ্ট হাসপাতালে ভর্তি হল বীরভূমের ৩ বাসিন্দা
আমার কথা, পশ্চিম বর্ধমান, ২মেঃ
রাজ্যে যে সকল জেলাকে গ্রিন জোন বলে চিহ্নিত করা হয়েছিল তার মধ্যে ছিল বীরভূম জেলা। কিন্তু সম্প্রতি ওই জেলাতেই ধরা পড়ল করোনা ভাইরাস। মলানদিঘির করোনা বিশিষ্ট হাসপাতালে ওই জেলা থেকে ৩জন করোনায় আক্রান্তকে এনে ভর্তি করা হল চিকিৎসার জন্য।
উল্লেখ্য ৩০ এপ্রিল ওই হাসপাতালে চিকিৎসাধীন তিনজন করোনায় আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরলেন। একদিন পেরোতে না পেরোতেই ফের ওই হাসপাতালে ৩জন রোগী করোনায় আক্রান্ত হয়ে ভর্তি হলেন।
প্রশাসন সুত্রে জানা গেছে, বীরভূমের ময়ূরেশ্বরর এক ব্যাক্তি ক্যান্সারের চিকিৎসা করাতে মহারাষ্ট্রের মুম্বাই গেছিলেন। সপ্তাহ খানেক আগে তিনি বাড়ি ফেরেন। এরপর ওই ব্যাক্তি সহ তাঁর দুই সঙ্গী যারা মুম্বাই গেছিলেন তাদের জেলা প্রশাসন কোয়ারেন্টাইনে পাঠায়। এরপর ২৭ এপ্রিল ওই মুম্বাই ফেরত তিন বীরভূমবাসীর লালারস পরীক্ষা করা হয়, আর সেই পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এরপরেই তাদের মলানদিঘির ওই হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার জন্য। এর ফলে বীরভূম জেলা গ্রিন জোনে থাকা নিয়ে তৈরী হল সংশয়।