মধ্যপ্রদেশের সাংবাদিক নিগ্রহে প্রতিবাদে বর্ধমানের সাংবাদিক মহল (BDJA)
আমার কথা, পূর্ব বর্ধমান(বর্ধমান), ৯ এপ্রিলঃ
মধ্যপ্রদেশে কর্মরত সাংবাদিকদের ওপর পুলিশের মধ্যযুগীয় বর্বরতার তীব্র ধিক্কার জানিয়ে ঘটনার প্রতিবাদে পথ সভা করল জেলার অন্যতম সাংবাদিক সংস্থা বর্ধমান ডিস্ট্রিক্ট জার্নালিস্টস্ এ্যাসোসিয়েশন ( বি ডি জে এ ) । শনিবার সংগঠনের নিজস্ব কার্যালয় মনিমার্ট প্রাঙ্গণ থেকে মিছিল করে এসে বর্ধমান শহরের প্রাণকেন্দ্র কার্জন গেটের কাছে এসে সংবাদ মাধ্যমের কর্মীরা বিক্ষোভে সামিল হন । সংগঠনের পক্ষ থেকে দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তি ও কর্মরত সাংবাদিক চিত্র সাংবাদিকদের নিরাপত্তার দাবী তোলা হয় । প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন , সংগঠনের প্রধান উপদেষ্টা সুভাষ সাঁই , উপদেষ্টা কাশীনাথ গাঙ্গুলী , সভাপতি পঞ্চানন মুখার্জি ,প্রাক্তন সভাপতি দিলীপ রাউত , কার্যকরী সভাপতি মাধব ঘোষ , সাধারণ সম্পাদক কৌশিক চক্রবর্ত্তী , সাংগঠনিক সম্পাদক দুরন্ত কুমার নাগ , কোষাধ্যক্ষ প্রদীপ চন্দ , কার্যকরী কমিটির সদস্য পিঙ্কি দত্তশর্মা সহ সংগঠনের অন্যান্য সদস্যরা ।