টাকা না পেয়ে প্রাননাশের হুমকি, বোমাবাজির অভিযোগ তৃণমূল ব্লক সভাপতির বিরুদ্ধে
আমার কথা, পূর্ব বর্ধমান(বর্ধমান), ১১ এপ্রিলঃ
টাকা না পাওয়ায় প্রাণনাশের হুমকি, বাড়িতে বোমাবাজি ও ভাঙচুর করলো তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মানস ভট্টাচার্য্য ও তাঁর দলবল ,এমনটাই অভিযোগ করলেন রায়ান অঞ্চলের স্থায়ী বাড়ির মালিক টুটুল মাজিল্যা ও তাঁর স্ত্রী পায়েল মাজিল্যা।
টুটুল মাজিল্যা জানান,বাড়ি তৈরি করার সময় থেকে পাঁচিল মেরামতির কাজে বাধা সৃষ্টি করেন তৃণমূলের ব্লক সভাপতি মানস ভট্টাচার্য ,বাড়ি তৈরির সময় জোর জুলুম করে টাকা নেন।
আবার যখন পাঁচিল তৈরি করতে যান সেই সময় পাঁচিলের কাজ আটকে ৫০,০০০ টাকা দাবি করেন।কার্যতঃ টাকা না দেওয়ায় প্রাণনাশের হুমকি দিচ্ছে ক্রমশই। এছাড়া গতকাল রাত্রি ১ টা নাগাদ বাড়ির সামনে বোমাবাজির ঘটনা ঘটে সাথে জানালা দরজা ভাঙচুর করা হয় বলেও অভিযোগ টুটুলবাবুর।
এই নিয়ে পূর্ব বর্ধমান জেলার উর্ধ্বতন নেতৃত্ব এবং জেলা শাসক,পুলিশ সুপার, বর্ধমান থানা,স্থানীয় বিডিও অফিসে গিয়েও কোনো সুরাহা হয়নি বলেও অভিযোগ।
এই মুহূর্তে হৃদ রোগে আক্রান্ত বাবা মা,পাশাপাশি তৃণমূলের শাসানিতে পরিবার আতঙ্কের মধ্যে দিয়ে দিন কাটাতে হচ্ছে।
তবে এলাকার তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি অভিযুক্ত মানস বাবুর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অন্যদিকে পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহকারি সভাধিপতি এবং রাজ্যের মুখপাত্র দেবু টুডু জানিয়েছেন এই বিষয়ে আলোচনা করবেন রাজ্যের নেতৃত্বদের সঙ্গে।তিনি আরো বলেন যদি সত্যি ব্লক সভাপতি এই কর্মকান্ড ঘটান তাহলে কোনোরকম রেয়াত করা যাবেনা।