“পুলিশ ভোট কেন্দ্রের ভেতর কেন”, অভিযোগে সরগরম দুর্গাপুর
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১২ এপ্রিলঃ
রাজ্য পুলিশ ভোট কেন্দ্রের ভেতরে, এই অভিযোগেই সরব বিরোধীরা। আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের শংকরপুরের ২৩৪ ও ২৩৫ নম্বর বুথে দেখা যায় রাজ্য পুলিশের জনৈক অফিসার ভেতরে ঢুকে তদারকি করছেন। এই দেখেই সরব হন বিরোধীরা। তাদের অভিযোগ কোনোভাবেই রাজ্য পুলিশ ভোট কেন্দ্রের ভেতরে ঢুকতে পারে না। ইতিমধ্যেই তা নিয়ে নির্বাচন কমিশনকে অভিযোগ জানিয়েছে বিরোধীরা।
বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ এভাবেই প্রভাবিত করছে রাজ্য পুলিশ।
অন্যদিকে সিপিআইএম নেতা পঙ্কজ রায় সরকারের অভিযোগ রাজ্য পুলিশ পাড়ায় পাড়ায় ঘুরে ভোটারদের প্রভাবিত করছে এবং বুথে ঢুকে ও ভোটারদের প্রভাবিত করছে।
অপরদিকে দুর্গাপুর-ফরিদপুর ব্লকের তৃণমূল সভাপতি সুজিত মুখার্জী অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন এগুলো বিরোধীদের অপপ্রচার। ভোট শান্তিপূর্ণভাবেই হচ্ছে।