পান্ডবেশ্বরে বিরোধী এজেন্টদের বসতে বাধা, অভিযোগ ভিত্তিহীন দাবি বিধায়কের
আমার কথা, পশ্চিম বর্ধমান(পান্ডবেশ্বর), ১২ এপ্রিলঃ
সকাল ৭ টা থেকে শুরু হয়েছে আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচন। ভোট শুরু কিছু সময় পর থেকেই এই লোকসভা কেন্দ্রের বিভিন্ন বুথ থেকে অভিযোগ উঠে আসছে শাসকদলের বিরুদ্ধে। কোথাও ভোট কেন্দ্রের ভেতরে রাজ্য পুলিশের আনাগোনা তো কোথাও বুথে বিরোধীদের এজেন্টকে বসতে না দেওয়ার। এরকমঅই একটি অভিযোগ উঠছে পান্ডবেশ্বর বিধানসভার বাঁকোলার ২৭৫/৮৭ নং বালুডাঙ্গা শিশু শিক্ষা কেন্দ্রের বুথে বিরোধীদের কোনো এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগ উঠছেতৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।
এই এলাকার ভোটার হচ্ছে স্বয়ং বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ও তাঁর পরিবার। সকালে তিনি যখন পরিবার নিয়ে ভোট দিতে আসেন তখন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই অভিযোগের বিষয়ে বলেন যে, বিরোধী এজেন্ট নেই এটা আমার জানা ছিল না। তবে যদি বিরোধী এজেন্ট না থাকে তাহলে তার দায়িত্ব আমার নয়, তাঁকে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাতে হবে। এখানে যথেচ্ছ কেন্দ্রীয় বাহনী রয়েছে। অভিযোগ পুরো ভিত্তিহীন। এটা বিরোধীদের অপপ্রচার। ভোটে হেরে যাওয়ার ভয়ে এসব কথা বলছে।