ভোটারদের ভয় দেখিয়ে প্রভাবিত করছে কেন্দ্রীয় বাহিনী, অভিযোগ বিধায়কের
আমার কথা, পশ্চিম বর্ধমান(পান্ডবেশ্বর), ১২ এপ্রিলঃ
এবার কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভোটে বাধা দেওয়ার অভিযোগ তুললেন পাণ্ডবেশ্বর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। তার অভিযোগ সকাল থেকেই বিভিন্ন বুথে কেন্দ্রীয় বাহিনী ভোটারদের ভয় দেখাচ্ছে, প্রভাবিত করছে। তাঁর আরও অভিযোগ বৈধ ভোটারদের নানা অজুহাতে ভোট দিতে বাধা দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী। এর পাশাপাশি বিজেপির বিরুদ্ধে তার অভিযোগ প্রচুর বহিরাগতকে বিজেপি জড় করেছে খনি অঞ্চলে। ঝাড়খন্ড বিহারের নম্বরের প্রচুর দামি গাড়ি সকাল থেকে ঘুরে বেড়াচ্ছে গোটা খনি অঞ্চলে, অভিযোগ বিধায়কের।
প্রসঙ্গত উল্লেখ্য এদিন সকাল থেকে বিরোধীরা রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে সরব হয়েছিলেন। এবার কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে দিলেন পাণ্ডবেশ্বর এর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। অভিযোগ পাল্টা অভিযোগের চাপানউতোর এ আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচন সকাল থেকেই সরগরম।