উত্তপ্ত বারাবনি, অগ্নিমিত্রার নিরাপত্তারক্ষীদের সাথে হাতাহাতি তৃণমূল কর্মীদের
আমার কথা, পশ্চিম বর্ধমান(আসানসোল), ১২ এপ্রিলঃ
বারাবনীর ১৭৫ নম্বর বুথের কাছে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের সাথে বচসায় জড়িয়ে পড়লেন তৃণমূল কর্মীরা, গুন্ডা নিয়ে আসার অভিযোগ অগ্নিমিত্রার বিরুদ্ধে। অপরদিকে অগ্নিমিত্রার অভিযোগ বিরোধী এজেন্টদের বসতে দিতে বাধা দিচ্ছে শাসকদল আর তা নিয়ে প্রতিবাদ করতে গেলেই এই ঝামেলা। অগ্নিমিত্রার নিরাপত্তারক্ষীদের সাথে হাতাহাতি হয় তৃণমূল কর্মীদের বলেও অভিযোগ।
পুলিশের গাড়িতেও তুমুল ইটবৃষ্টি শুরু হয়ে যায় বলে অভিযোগ। ভাঙচুর করা হয় বেশকিছু সংবাদমাধ্যমের গাড়িও। বারাবনির ঘটনায় তৎপর নির্বাচন কমিশন। ঘটনার রিপোর্ট চাইলো কমিশন।
অপরদিকে এদিন সকাল ১০ টা নাগাদ তৃনমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা সস্ত্রীক সাংবাদিকদের মুখোমুখি হন। তিনি জানান পুরুষোত্তম রামের অনুপ্রেরনা নিয়ে বের হচ্ছি। প্রথমে তিনি সেখান আসানসোল ইদগাহ হাইস্কুলে ও সেখান থেকে গুরুদ্বয়ারা বুথে যান।